Class 9 Life Science Model Activity Task question-Answer part-4

. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

১.১ যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোশ দেখা যায় তা শনাক্ত করো—

(ক) নিমাটোডা

(খ) নিডারিয়া

(গ) টিনোফোরা

(ঘ) মোলাস্কা

উত্তর:- ) টিনোফোরা

১.২ নীচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো—

(ক) কনড্রিকৃথিস শ্রেণির অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি

(খ) টেরিডোফাইটার প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর

(গ) মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খণ্ডিত

(ঘ) ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর

 উত্তর  (ঘ) ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর


১.৩ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো –

(ক) প্যারেনকাইমা কলা – কোশান্তর রন্ধ্র উপস্থিত -

(খ) আবরণী কলা – ভিত্তিপর্দা উপস্থিত -

(গ) স্ক্লেরেনকাইমা কলা— জীবিত কোশ উপস্থিত

(ঘ) স্নায়ুকলা – স্নায়ুকোশ এবং নিউরোগ্লিয়া উপস্থিত

উত্তর  ( গ) স্ক্লেরেনকাইমা কলা— জীবিত কোশ উপস্থিত

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :

২.১ নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স ‘হট ডাইলিউট সুপ’ নামে অভিহিত করেন।

উত্তরঃ মিথ্যা

২.২ প্রোটিস্টা জাতীয় জীবদের কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির। 

উত্তরঃ  মিথ্যা

২.৩ নাইট্রোজেনযুক্ত ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত।

উত্তরঃ সত্য

3.দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :


3.1. "এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোটো ছোটো খন্ডক নিয়ে গঠিত"-পর্বটির নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো।

পর্বটির নাম হলো -- অঙ্গুরীমাল বা অ্যানিলিডা। (এদের নলাকার, খণ্ডিত দেহ দেখতে ছোট ছোট আংটির (অঙ্গুরী) মালার মতো, তাই নাম "অঙ্গুরীমাল"।)

বৈশিষ্ট্য

★ দেহ ত্রিস্তর কোশযুক্ত (triploblastic), অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম কোশ দিয়ে গঠিতএবং দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম।


★ রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া ও গমন অঙ্গ সিটা বা প্যারাপোডিয়া বা দেহ পে

৩.২)এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো।


১.প্রোটিন ও লাইপোপ্রোটিন সংশ্লেষ:

অমসৃণ রেটিকুলাম প্রোটিন সংশ্লেষ করে ও মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম লাইপোপ্রোটিন সংশ্লেষিত করে।

গ্লাইকোজেন বিপাক:

মসৃণ রেটিকিউলাম গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপাদনে সহায়তা করে।

যান্ত্রিক দৃঢ়তা প্রদান:

এন্ডোপ্লাজমীয় জালিকা সাইটোপ্লাজমের কোলয়েডীয় ধাত্রকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।

4.

৪.১) মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লখ করো।

মানবদেহে যকৃতের অবস্থান:

যকৃৎ মধ্যচ্ছদার ঠিক নিচে উদরগহ্বরের ডান দিকে বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান করে।

মানবদেহে যকৃতের দুটি ভূমিকা:

◆যকৃতে পিত্তরস তৈরী হয় যা যকৃত থেকে নিঃসৃত হয়ে পিত্তথলিতে জমা থাকে। প্রয়োজনানুযায়ী অন্ত্রে পিত্তরসের সরবরাহ ঘটে।

◆ বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়ার ফলে মানবদেহে উৎপন্ন বিষ জাতীয় পদার্থ যকৃত কোষের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রশমিত হয়।


★★ জাইলেম

উপাদান: 

ট্র্যাকিড,ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু নিয়ে গঠিত।

কাজ

জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পরিবহন করে ও উদ্ভিদ অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তাও প্রদান করে।


ফ্লোয়েম

উপাদান: 

সীভনল,সঙ্গীকোশ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু নিয়ে গঠিত।

কাজ

পাতায় উৎপন্ন খাদ্য সারাদেহে ছড়িয়ে দেয়।





Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)