Geography :উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণ (causes of Population Growth in Developed and Developing Countries

 উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণ (causes of Population Growth in Developed and Developing Countries):


পৃথিবীতে মোট উন্নয়নশীল দেশের সংখ্যা 157টি। পৃথিবীর মোট জনসংখ্যার 85% উন্নয়নশীল দেশগুলিতে বসবাস করে। এখানে জনসংখ্যা বৃদ্ধির গড় হার 1.1% । অপরদিকে পৃথিবীর মোট উন্নত দেশগুলির সংখ্যা 51টি এখানে পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র 15% বসবাস করে। উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির গড় হার 0.3% (চট্টোপাধ্যায়, 2001)। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যার গতি প্রকৃতির মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। উন্নত দেশগুলির জনসংখ্যার বৃদ্ধির গতি ধীর প্রকৃতির অন্যদিকে উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির গতি অত্যন্ত তীব্র। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পার্থক্যে পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে জনসংখ্যার বৃদ্ধির হারের পার্থক্য পরিলক্ষিত হয়। উন্নত প্রযুক্তি এবং উন্নতমানের জীবনস্তর থাকার ফলে উন্নত দেশগুলির জন্মহার দ্রুত হ্রাস পাওয়ায় জনসংখ্যা প্রায় স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে জন্মহার অধিক হলেও মৃত্যুহার দ্রুত হ্রাস পাওয়ায় জনসংখ্যা বৃদ্ধি দ্রুত গতিতে বেড়ে চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানী, ফ্রান্স, জাপান, ইটালি প্রভৃতি উন্নত দেশগুলির সাথে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, চীন, ব্রাজিল, উগান্ডা প্রভৃতি উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক ও সামাজিক অবস্থার বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায়। এজন্য উন্নত দেশগুলির সঙ্গে উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা বৃদ্ধির হারেও পার্থক্য অনেক। পৃথিবীর বর্তমান জনসংখ্যা হল 762.40 কোটি (আগস্ট, 2018) এবং পৃথিবীর গড় জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার 1.09%। নিম্নে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যার বৃদ্ধির কারণ নিচে  আলোচনা করা হল -



উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ার কারণ (Causes rate of low population growth in developed countries) :


i. উন্নত দেশগুলিতে বিশেষ করে আমেরিকা, কানাডা, ইতালি, ফ্রান্স, ডেনমার্ক প্রভৃতি দেশগুলি শুধু শিল্পোন্নতই নয় জীবনযাত্রার মানও যথেষ্ট উন্নত।

ii. উন্নত দেশগুলিতে যথেষ্ট পরিমানে পুষ্টিকর খাবার পাওয়া যায় এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রায় সকলের জন্যই সহজলভ্য।

iii. উন্নত দেশগুলিতে জনসাধারণের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে।

iv. গ্রামের তুলনায় শহরের সংখ্যা অনেক বেশী। অধিকাংশ অধিবাসী শহরে থাকে এবং অধিকাংশ নাগরিকই শিক্ষিত, পারিবারিক জীবন সুখী ও সমৃদ্ধ এবং অবসর বিনোদনের সুযোগ সুবিধাও অনেক বেশী।

V. উন্নত দেশগুলিতে শিক্ষার হার অত্যন্ত বেশী। কোনো কোনো দেশে সাক্ষরতার হার 100%। এই দেশগুলির মাতারা একটির বেশী সন্তান নিতে আগ্রহী নয়। এই উন্নত দেশগুলিতে কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত বেশী।

vi. উন্নত দেশগুলিতে পরিবার পরিকল্পনা কর্মসূচী সফলতা অর্জন করেছে।

vii. শিল্পায়ন, নগরায়ন ও অর্থনৈতিক অবস্থার আনুকুল্যে অধিক সম্পদ উৎপাদন উন্নত দেশগুলিতে অতি ধীর গতিতে জনসংখ্যার বৃদ্ধি ঘটাচ্ছে।

viii. সমাজে মহিলাদের মর্যাদা বৃদ্ধি সার্বজনীন, শিক্ষার প্রসার ও পুষ্টিকর খাদ্যের পর্যাপ্ত সরবরাহ প্রভৃতি উন্নত দেশগুলিতে জনসংখ্যার বৃদ্ধির হারের হ্রাসকে তরান্বিত করছে।

ix. আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতায় মানুষও যান্ত্রিক হয়ে পড়েছে। এর ফলে জাপান, সুইডেন, ইতালি, কানাডা, ফ্রান্স, আমেরিকা প্রভৃতি দেশে বিবাহে অনীহা এবং দম্পতিদের মধ্যে সন্তান না নেওয়ার প্রবণতা দেখা দিচ্ছে।


       এই সকল কারণে উন্নত দেশগুলিতে একদিকে যেমন জন্মহার খুবই কম অপরদিকে মৃত্যুহারও সামান্য ফলে জনসংখ্যা বৃদ্ধির হার একেবারেই কম।


• উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশী হওয়ার কারণ : (Causes of high population growth rate in developing Countries):


1. উন্নয়নশীল দেশগুলিতে অনুন্নত অর্থনৈতিক অবস্থা, যেমন—জাতীয় গড় আয় ও মাথাপিছু গড় আয় প্রভৃি অনেক কম।

ii. উন্নয়নশীল দেশগুলিতে জীবনযাত্রার মানও খুব অনুন্নত।

iii. এই দেশগুলিতে প্রধানত কৃষি হল মূল অর্থনীতি।

iv. চিকিৎসা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হওয়ার কারণে মৃত্যুহার খুবই কম।

v. স্বাস্থ্য ও পুষ্টি সম্বন্ধে সচেতনতার অভাব। বাল্যবিবাহ ও যৌথ পরিবার প্রথা উন্নয়নশীল দেশগুলিতে অধিব লক্ষ্য করা যায়।

       উন্নয়নশীল দেশগুলির মধ্যে আবার জনসংখ্যা বৃদ্ধির হারের যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। এই দেশগুলি মধ্যে বেশ কিছু দেশে যেমন— (আফগানিস্তান, ইয়েমেন প্রভৃতি) জনসংখ্যা বৃদ্ধির হার অস্বাভাবিক বেশি প্রায় 3 থেকে 4 শতাংশ। আগামী দশকগুলিতে বিশ্বের জনসংখ্যা বিপুল পরিমানে বৃদ্ধি ঘটবে প্রায় পুরোটাই সংঘটন হবে উন্নয়নশীল দেশগুলিতে। বিশেষ করে আফ্রিকা ও এশিয়া মহাদেশে। অশিক্ষা, কুসংস্কার, সামাজিক কঠোররা। ধর্মবিশ্বাস প্রভৃতি উন্নয়নশীল দেশগুলিতে জন্মহার নিয়ন্ত্রণে বাধা দান করে। কৃষি, বাণিজ্য, শিল্প, নগরায়নে যথেষ্ট বিকাশ না হওয়ার কারণে এইসব দেশগুলিতে দারিদ্র ও বেকারত্ব ছেয়ে গেছে। প্রযুক্তির দিক থেকে উন্নয়নশীল দেশগুলি অনেকটা পিছিয়ে। ফলে উৎপাদন হার খুবই কম।

vi.  পৃথিবীর বেশ কয়েকটি উন্নয়নশীল দেশে জনসংখ্যার বার্ষিক বৃদ্ধি হার খুবই বেশী যেমন—চীন (0.393) ভারত (1.11%), আফগানিস্তান (2.37%), ইন্দোনেশিয়া (1.06%), পাকিস্তান (1.93%), মিশর (1.87%), ইথিওপিয়া (2.46%), উগান্ডা (3.28%), সোমালিয়া (2.98%), বাংলাদেশ (1.03%), আর্জেন্টিনা (0.945) এবং ব্রাজিল (0.75%) যথাক্রমে।

vii. উন্নয়নশীল দেশগুলি অজ্ঞানতা, অশিক্ষা, সম্পদের অভাব, বেকারত্ব, প্রযুক্তির অভাবে পিছিয়ে পড়ার কারনে অর্থনৈতিক বিকাশ ব্যাহত হচ্ছে। পরিবার পরিকল্পনা গ্রহণে অনিচ্ছার কারণে জনসংখ্যার বৃদ্ধিকে ত্বরান্টি করছে।

vii. উন্নয়নশীল দেশগুলিতে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার জনসংখ্যা বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। viii. সমাজে মহিলাদের অমর্যাদা ও জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে উদাসীনতা জনসংখ্যার বৃদ্ধি ঘটাচ্ছে।





Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর