General knowledge : Geography General knowledge part -8 --geographyhonour
201. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল -----
উত্তরঃ পদ্মজা নাইডু
202. বর্তমান পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী হলেন----
উত্তরঃ গৌতম দেব ।
203. পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নাম কি ?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম কলেজ
204. পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্তম্ভ ------- শহীদমিনার
205. প্রথম বাঙালি মহিলা চিকিৎসক হলেন -----উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলি
206. কংসাবতী, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তরঃ পুরুলিয়া
207. সুন্দরবন অঞ্চলের বৃহত্তম ও গভীরতম নদীর নাম কী?
উত্তরঃ মাতলা
208. একসময়কার বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ উত্তর 24 পরগনা
209. কোন্ নদী/নদকে 'বাংলার দুঃখ' বলা হয়?
উত্তরঃ দামোদর
210. চন্দ্রকেতুগরের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ উত্তর 24 পরগনা
211. হ্যালিডে আইল্যান্ড অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ 24 পরগনা
212. শরৎকালে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময় যে ঝড় হয় তা হল --------
উত্তরঃ আশ্বিনের ঝড়
213. জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন গাছে ?
উত্তরঃ সুন্দরী গাছে
214. ভারতের গ্লাসগো কোন্ শহরকে বলে?
উত্তরঃ হাওড়া
215. 'Babel of tribes & nation' কাকে বলা হয় ?
উত্তরঃ দার্জিলিংকে
216. এশিয়ার সবচেয়ে লম্বা কেব্ল ব্রিজ হল ---------
উত্তরঃ বিদ্যাসাগর সেতু
217. City of Palace বলা হয় কোন্ শহরকে?
উত্তরঃ কলকাতা
218." Bata Shoe" কোম্পানি কোথায় অবস্থিত ?
উত্তরঃ বাটানগরে
219. পশ্চিমবঙ্গে সিঙ্কোনা চাষ কোথায় হয় ?
উত্তরঃ মংপুতে
220. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন্ পর্বতশ্রেণির অন্তর্গত?
উত্তরঃ সিঙ্গালিলা
221. পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোন্টিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম?
উত্তরঃ পুরুলিয়া
222. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল --------
উত্তরঃ গঙ্গার নিম্নপ্রবাহের মাত্রা বৃদ্ধি
223. কোন্ জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে ?
উত্তরঃ NH-35
224. 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব ----
উত্তরঃ 1028 জন/বর্গকিমি
225. পশ্চিমবঙ্গের কোন্ জেলা মানব উন্নয়ন সূচককে সর্বাধিক স্তরে নিয়ে গেছে?
উত্তরঃ কলকাতা
general knowledge questions,
general knowledge 2021,
general knowledge for kids,
general knowledge quiz,
general knowledge video,
general knowledge question answer,
general knowledge and general awareness ssc gd,
general knowledge and current affairs,
general knowledge and current affairs 2021,
general knowledge bengali,
general knowledge best book,
class b general knowledge test,
b.ed general knowledge questions,
general knowledge current affairs 2021,
general knowledge class 8,
kpsc group c general knowledge questions,
ldc group c general knowledge,
railway group d general knowledge,
group d general knowledge wifistudy,
wbssc group d general knowledge,
d.el.ed general knowledge,
general knowledge geography,
gk general knowledge sawal
Comments
Post a Comment