General knowledge :ভারতীয় সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা general Knowledge part 9

 1. ভারতীয় সংবিধানে ধারার সংখ্যা কত টি ?

উত্তরঃ 462টি

2. রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন?

উত্তরঃ 12

3. ভারতে জিএসটি(GST ) চালু হয়েছে কত খ্রিস্টাব্দে ?

উত্তরঃ 2016 খ্রিস্টাব্দের 101 তম সংশোধনে

4. বর্তমানে নাগরিকদের ক-টি মৌলিক কর্তব্য রয়েছে?

 উত্তরঃ 11টি

5. ভারতীয় সংবিধানের কোন্ ধারাকে (article) ড. বি. আর. আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা' (heart and soul) বলেছেন?

উত্তরঃ 32 নং ধারা

6. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনীর (amendment) মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল (territory) বিনিময় হয়েছে?

উত্তরঃ 100 তম 

7. ভারতীয় সংবিধান কবে থেকে বলবৎ হয়েছিল?

 উত্তরঃ 26 জানুয়ারি, 1950 

৪. ভারতবর্ষে বর্তমানে ক-টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?

উত্তরঃ 8 টি

9. সুপ্রিমকোর্টের বিচারপতিগণ কত বছর পর্যন্ত নিজ পদে বহাল থাকেন?

উত্তরঃ 65 বছর

10. সংবিধানে মোট কয়টি ‘তপশিল’ রয়েছে?

 উত্তরঃ 12টি


11. ভারতীয় বিচারব্যবস্থার শীর্ষে কে রয়েছে?

 উত্তরঃ সুপ্রিমকোর্ট

12. 'ওয়েলফেয়ার স্টেট' সম্বন্ধে বলা আছে ---- নির্দেশমূলক নীতিসমূহে

13. নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? 

 উত্তরঃ আয়ার্ল্যান্ড

 14. বাক্‌স্বাধীনতা কী ধরনের অধিকার?

উত্তরঃ স্বাধীনতার অধিকার

15. ভারতীয় সংবিধানে "শিক্ষাকে" কোন্ তালিকাভুক্ত করা হয়েছে?

 উত্তরঃ যুগ্ম তালিকা 

16. গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত? 

উত্তরঃ পাঁচ বছর

17. রাজ্যের শাসনব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে?

উত্তরঃ রাজ্যপাল

 18. ভারতের কোন্ রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ রাজস্থান

19. কোনো বিল অর্থবিল কিনা তা নির্ধারণ করার অধিকারী কে?

উত্তরঃ লোকসভার স্পিকার

20. কত খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সৃষ্টি হয় ?  

উত্তরঃ  1956


21. রাজ্যসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে?

উত্তরঃ কারও নয় ।

22. পঞ্চায়েতিরাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে কে ?

উত্তরঃ জেলা পরিষদ

23. ভারতীয় সংসদ বলতে আমরা কী  বুঝি ?

উত্তরঃ রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা

24. হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন?

উত্তরঃ সংসদের উভয়কক্ষের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি

25. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?

উত্তরঃ ড. বি. আর. আম্বেদকরকে

26. জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে?

 উত্তরঃ জেলাশাসক

27. ভারতের প্রথম রাষ্ট্রপতি পদে কে অভিষিক্ত হয়েছিলেন?

উত্তরঃ ড. রাজেন্দ্র প্রসাদ

28. মাদার টেরেসা ভারতের কোন ধরনের নাগরিক ছিলেন?

উত্তরঃ অর্জিত নাগরিক

29. বর্তমান ভারতে পূর্ণ নাগরিকত্ব কত বছর বয়সে পাওয়া যায়?

উত্তরঃ আঠারো বছর 

30. ভারতীয় সংবিধানের কোন্ ধারা হাইকোর্টগুলিকে লেখ জারি করার ক্ষমতা দিয়েছে?

উত্তরঃ 226 নং ধারা


31. ভারতের সুপ্রিমকোর্ট কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

উত্তরঃ 1950

32. পশ্চিমবঙ্গে কত খ্রিস্টাব্দে বিধান পরিষদ বিলুপ্ত হয়?

উত্তরঃ 1969

33. সরকারের বিভিন্ন দফতরের কাজ অনুমোদন করে কে/কারা? 

 উত্তরঃ বিধানসভার সদস্যরা

34. নিম্নলিখিত কোন্ রাজ্যের সরকারি ভাষা হল ইংরেজি?

উত্তরঃ অরুণাচল প্রদেশ

35. পাকিস্তানের সর্বোচ্চ সম্মান 'নিশান-ই পাকিস্তান' ভারতের কোন প্রধানমন্ত্রী লাভ করেন?

উত্তরঃ মোরারজি দেশাই

36. রাজ্যের বিধানসভার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন  কে ?

 উত্তরঃ মুখ্য নির্বাচন কমিশনার

37. সংবিধানের অষ্টম তপশিলের আলোচ্য বিষয় কি ছিল?

উত্তরঃ আঞ্চলিক ভাষাসমূহ

38. পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকে কে?

উত্তরঃ রাজ্য নির্বাচন কমিশন

39. অরুণাচল প্রদেশ কোন্ হাইকোর্টের আওতায় পড়ে? 

উত্তরঃ গুয়াহাটি

40. সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় কত খ্রিস্টাব্দে ?

উত্তরঃ 1978 খ্রিস্টাব্দের 44 তম সংশোধনে

41. লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন?

উত্তরঃ প্রধানমন্ত্রী

42. ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃতি লাভ করেছে____________ নং ধারায়।

উত্তরঃ 326

43. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়?

উত্তরঃ 73 তম 

44. ভারতের সংসদ ভবনটির উদ্‌বোধন করেছিলেন কে? 

উত্তরঃ লর্ড আরউইন

45. ভারতীয় সংবিধান অনুযায়ী লেখ জারির অধিকার আছে কার ?

উত্তরঃ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের

46. স্বাধীন ভারতে লোকসভার প্রথম স্পিকার ছিলেন কে?

উত্তরঃ জি. বি. মভলংকর

47. কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে?

উত্তরঃ 61 তম

48. প্রথম সংবিধান সংশোধনী কত খ্রিস্টাব্দে করা হয়? 

উত্তরঃ 1951

49. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করার জন্যে কত দিনের নোটিশ দিতে হয়?

উত্তরঃ চোদ্দো দিন 

 50. নিম্নলিখিতের মধ্যে কোন্‌টি বিচারব্যবস্থাকে ভারতীয় সংবিধানের তত্ত্বাবধায়কের মর্যাদা প্রদান করেছে?

উত্তরঃ বিচারবিভাগীয় পর্যালোচনা

                              indian polity and governance constitution political system panchayati raj

indian polity and governance constitution and political system

indian polity and governance- constitution and political system for rrb ntpc

indian constitution political system and governance

indian political system and constitution of india pdf

indian polity and governance constitution political system panchayati raj pdf

indian polity and governance constitution political system panchayati raj pdf in hindi

indian constitution indian political system governance and public policy

indian political system and constitution of india

constitution and political system of india 

political system and constitution of india
indian constitution and government pdf

entrance exam preparation online
mba entrance exam preparation apps
college entrance exam preparation and practice workbook
entrance test preparation book
bed entrance exam preparation 2021
b.ed entrance exam preparation notes
nursing entrance exam prep course
du llb entrance exam preparation coaching in delhi
b.ed entrance exam preparation
up b.ed entrance exam preparation books pdf
high school entrance exam preparation montreal
joint entrance exam preparation
entry test preparation mcqs
entry test preparation mcqs pdf
entry test preparation mcqs online
entry test preparation mcqs for medical
entry test preparation mcqs for engineering
entry test preparation mdcat






Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর