General knowledge : Top 100 Geography general knowledge part 7
101. গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত উদ্বু-শুষ্ক স্থানীয় বায়ুর নাম কী ?
102. মৌসুমি বায়ু কোন্ রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়?
উত্তরঃ কেরল
103. একটি বিরল বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কী?
উত্তরঃ লাদাখ মালভূমি
104. ভারতে গ্রীষ্মকালীন উন্নতা কোন্ বায়ুর প্রভাবে হ্রাস পায়?
উত্তরঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
105. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে কোন্ প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায়?
উত্তরঃ ঘূর্ণ বৃষ্টিপাত
106. দক্ষিণ ভারতে প্রাক্ মৌসুমি বৃষ্টিপাতকে কী বলে?
উত্তরঃ অম্রবৃষ্টি
107. তরাই অঞ্চলে কোন প্রকার স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?
উত্তরঃ চিরহরিৎ
108. ভারতে বনভূমির পরিমাণ ক্রমশ হ্রাস পাওয়ার প্রধান কারণ কী ?
উত্তরঃ জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি
109. ভারতের জাতীয় অরণ্য গবেষণাগার কোন্ রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ড
110. ভারতের ‘মুক্তো নগরী' কী নামে পরিচিত?
উত্তরঃ তুতিকোরিন
111. নির্মাণ শিল্পে প্রধানত কোন্ অরণ্যের কাঠ ব্যবহৃত হয়?
উত্তরঃ চিরহরিৎ অরণ্যের
112. মধু কোন অরণ্যের অন্যতম বনজসম্পদ?
উত্তরঃ ম্যানগ্রোভ অরণ্য
113. পাইন গাছ কোন্ শ্রেণির স্বাভাবিক উদ্ভিদ?
উত্তর সরলবর্গীয় শ্রেণির
114. কোন্ প্রকার মাটিতে কৃষিকাজ সবচেয়ে ভালো হয়?
উত্তরঃপলিমাটি
115. কৃষ্ণ মৃত্তিকা কোন্ ফসল চাষের পক্ষে আদর্শ?
উত্তরঃ কার্পাস
116. নীচের কোন্টি যমজ শহর (Twin City) নয় ?
উত্তরঃ দিল্লি-নিউ দিল্লি
117. বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক
118. 'হিরাকুঁদ' জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
উত্তরঃ ওড়িশায়
119. ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোন্টি?
উত্তরঃ ভাকরা-নাঙ্গাল
120. ম্যাসাঞ্জোর বাঁধ কোন্ নদী পরিকল্পনার সঙ্গে যুক্ত?
উত্তরঃ ময়ূরাক্ষী
121. ভারতের প্রধান বাণিজ্যিক ফসল কী?
উত্তরঃ পাট
122. রবি ফসল বছরের কোন্ সময়ে রোপণ করা হয়?
উত্তরঃ অক্টোবর-নভেম্বর
123. 'দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার’ কোন্ অঞ্চলকে বলা হয়?
উত্তরঃ কাবেরী বদ্বীপ অঞ্চল
124. ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ কটক
125. কোন্ জলবায়ু অঞ্চলে ভালো চা-এর চাষ হয়?
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমি
126. পশ্চিমবঙ্গে কোথায় সর্বপ্রথম ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়?
উত্তরঃ কুলটি
127. ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা কোন্টি?
উত্তরঃ জামশেদপুর
128. ‘VISL’ কোন্ ইস্পাত কারখানার পরিচয় বহন করে ?
উত্তরঃ ভদ্রাবতী
129. ভারতের বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানা কোনটি ?
উত্তরঃ বিশাখাপত্তনম
130. ভারতের প্রথম পাটকলটি কোথায় গড়ে ওঠে?
উত্তরঃ রিষড়া
131. ভারতের সর্বপ্রথম রেলইঞ্জিন কারখানাটি পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ চিত্তরঞ্জন
132. মারুতি গাড়ি উত্তর ভারতের কোন্ শহরে তৈরি ?
উত্তরঃ গুরগাঁও
133. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন্টি ?
উত্তরঃ সান্দাকফু
134. পশ্চিমের মালভূমি অঞ্চল প্রকৃতপক্ষে কোন্ প্রাচীন ভূখণ্ডের অংশবিশেষ?
উত্তরঃ গন্ডোয়ানাল্যান্ড
135. ‘ঝাবুয়া’ কোন্ রাজ্যের উপজাতি সম্প্রদায় ?
উত্তরঃ মধ্যপ্রদেশ
136. মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হল -
উত্তরঃ উল্কা
137. মৌসুমি বায়ু সুষ্ঠুভাবে কালচক্র সম্পন্ন করে--
উত্তরঃ দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায়
138. বায়ুর পর্বতের ওপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হল--
উত্তরঃ শৈলোৎক্ষেপ বৃষ্টি
139. রাজধানী এক্সপ্রেস প্রথম কোন্ দুটি শহরে চালু হয়?
উত্তরঃ নিউদিল্লি-হাওড়া
140. সমঝোতা এক্সপ্রেস কোন্ দুটি শহরের মধ্যে যাতায়াত করে?
উত্তরঃ দিল্লি-লাহোর
141. এশিয়ার দীর্ঘতম নদী কোন্টি?
উত্তরঃ ইয়াংসিকিয়াং
142. বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি ?
উত্তরঃ কাস্পিয়ান সাগর
143. Babel of Tribes and Nations' কাকে বলে ?.
উত্তরঃ দার্জিলিংকে
144. ‘কলকাতা’ নামকরণ হয় কত সালে ?
উত্তরঃ 2001 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি
145. কেরলের উপকূলভাগ (Coastline) কী নামে পরিচিত?
উত্তরঃ মালাবার
146. সম্প্রতি 'ডোকালাম' বিতর্ক কোন্ কোন্ দেশের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ভারত ও চিন
147. পশ্চিমবঙ্গে সর্বাধিক সংখ্যক শহর গড়ে উঠেছে কোন্ নদীর তীরে?
উত্তরঃ হুগলি
148. পুরুলিয়া জেলার পূর্ব নাম কী ছিল ?
উত্তরঃ মানভূম
149. পশ্চিমবঙ্গের 'রামসার' উপাধি প্রাপ্ত জলাভূমির নাম কি ?
উত্তরঃ পূর্ব কলকাতা জলাভূমি
150. পশ্চিমবঙ্গের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল---
উত্তরঃ সাঁওতাল
151. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ দক্ষিন 24 পরগনা
152. দামোদর নদের উৎপত্তি হয়েছে---
উত্তরঃ ছোটোনাগপুর মালভূমি থেকে
153. পশ্চিমবঙ্গের ‘Dry Port’ কোথায় অবস্থিত ?
উত্তরঃ কলকাতা ও হলদিয়া
154. বাংলার প্রথম মুদ্রণখানা (Printing Press ) কোথায় হয়েছিল?
উত্তরঃ হুগলি
155. পশ্চিমবঙ্গে বোরো ধান চাষ-এর প্রাধান্য দেখা যায় কোন অঞ্চলে ?
উত্তরঃ রাঢ় অঞ্চলে
156. পশ্চিমবঙ্গের কোন্ জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ব?
উত্তরঃ পুরুলিয়া
157. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে?
উত্তরঃ তিন
158. পশ্চিমবঙ্গের কোন্ জেলা মানব উন্নয়ন সূচককে সর্বাধিক স্তরে নিয়ে গেছে?
উত্তরঃ কলকাতা
159. UNESCO দ্বারা ঘোষিত বিশ্বের কোন্ ঐতিহ্যশালী (heritage নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত ?
উত্তরঃ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
160. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তরঃ ফারাক্কা সেতু
161. পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক অল (SEZ) কোথায়?
উত্তরঃ কলকাতা, বানতলা
162. পৃথিবীর বিরলতম 'টোটো' উপজাতিরা বাস করে কোন জেলাতে ?
উত্তরঃ বাঁকুড়া জেলাতে
163. ভারতের প্রথম কাগজকল 1812 খ্রিস্টাব্দে কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ শ্রীরামপুর
164. পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান- সিংগালিলা
165. দক্ষিণ দিনাজপুর জেলার সদর দফতর -- উত্তরঃ বালুরঘাট
166. 'Calcutta' নাম পরিবর্তন করে কলকাতা নাম রাখা হয় কত সালে?
উত্তরঃ 2001
167. 'ভারতের রূঢ়' বলা হয় কোন শহর কে ?
উত্তরঃ দুর্গাপুরকে
168. পঞ্চকোট রাজবাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পুরুলিয়া
169. পশ্চিমবঙ্গে রাজ্যসভার মোট আসন -- 295
170. পশ্চিমবঙ্গ রাজ্যের লিঙ্গ অনুপাত (2011 আদমশুমারি অনুসারে) কত ?
উত্তরঃ 1000 : 934
171. কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে সবচেয়ে অধিক সংখ্যক নির্বাচিত হয়েছেন?
উত্তরঃ দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত
172. রেডিওতে 'মহিষাসুর মর্দিনী' কোন সালে মহালয়ার দিন প্রথম সম্প্রচারিত হয়?
উত্তরঃ 1931
173. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তরঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
174. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার (2011 আদমশুমারি অনুযায়ী)
উত্তরঃ পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার (2011 আদমশুমারি অনুযায়ী) -76.26%
175. পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ফুল কী?
উত্তরঃ শিউলি
176. পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় কোন নদীকে ?
উত্তরঃ তিস্তা নদীকে
177. কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হল --
উত্তরঃ হলদি
178, প্রাচীন তাম্রলিপ্ত বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ রূপনারায়ণ নদী
179. 'ভারতীয় ফুটবলের জনক"বলা হয় কোন্ বাঞ্জলিকে ?
উত্তরঃনগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী
180. পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথের মিলনস্থল কোনটি?
উত্তরঃটিকিয়াপাড়া
181. গ্র্যান্ড ট্রাংক রোডের বিস্তার --- কলকাতা-অমৃতসর
182. কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তরঃ 1876
183. ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র 1818 খ্রিস্টাব্দে কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ ঘুসুড়িতে
184. টেলিফোনের তার নির্মাণ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের কোথায় ?
উত্তরঃ রূপনারায়ণপুরে
185. বর্ধমানের নতুনগ্রাম যে ক্ষুদ্রশিল্পের জন্য বিখ্যাত তা হল ---কাঠের পুতুল
186. হংসেশ্বরী ও তারকেশ্বর মন্দির অবস্থিত কোথায় ?
উত্তরঃ হুগলি জেলায়
187. বস্ত্রশিল্পের উন্নতিকল্পে যেখানে গারমেন্ট ও অ্যাপারেল পার্ক চালু হয়েছে তা হল ----- বারাসত
188. পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববাংলা বিপণন কেন্দ্রটি চালু হয়েছে কোথায়?
উত্তরঃ কলকাতা বিমানবন্দরে
189. মদিনা মসজিদ অবস্থিত কোন জেলায় ?
উত্তরঃ মুরশিদাবাদ
190. পশ্চিমবঙ্গে প্রথম কোথায় হোম ট্যুরিজমের ব্যবস্থা চালু হয়েছে ?
উত্তরঃ লামাহাটায়
191. "হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটি" অবস্থিত কোথায়?
উত্তরঃ পূর্ব মেদিনীপুরে
192. 'কালো হীরের শহর' নামে পরিচিত কোন শহর ?
উত্তরঃ আসানসোল
193. পাইন-ফার জাতীয় উদ্ভিদ দেখা যায় যে অরণ্যে ---- সরলবর্গীয়
194. চিন্তামণিকর অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ 24 পরগনা
195. দিশেরগড় তাপবিদ্যুৎকেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিম বর্ধমান
196. কলকাতায় তথ্যপ্রযুক্তি শিল্প প্রসার লাভ করেছে কোন্ অঞ্চলে?
উত্তরঃ সেক্টর V
197. বোলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কোপাই
198. "Indian Statistical Institute" অবস্থিত কলকাতার কোথায় ?
উত্তরঃ বরানগরে
199. "Central Inland Fisheries Research Institute" অবস্থিত কোথায় ?
উত্তরঃ ব্যারাকপুরে
200. প্রথম বাঙালি ICS অফিসার কে ?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর
Comments
Post a Comment