1 দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম কী?
উত্তর:দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম লাতিন আমেরিকা
2 দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা কোন্ মহাসাগর দ্বারা পৃথক?
উত্তর;দক্ষিন আমেরিকা ও আফ্রিকা আটলান্টিক মহাসাগর মহাসাগর দ্বারা পৃথক
3.পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণির নাম কী?★★
উত্তর পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণির নাম আন্দিজ।
4 দক্ষিণ আমেরিকার পূর্ব ও পশ্চিম দিকে কী কী মহাসাগর আছে?
উত্তর দক্ষিণ আমেরিকার পূর্ব ও পশ্চিম দিকে আটলান্টিক ও প্রশাস্ত মহাসাগর মহাসাগর আছে
5 দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ অংশের নাম করো। *
উত্তর দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ অংশের নাম হর্ন অন্তরীপ
6 পৃথিবীর বৃহত্তম নদীর নাম কী? অথবা, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোন্টি ★★★অথবা,দক্ষিণ আমেরিকার প্রধান নদী নাম কী?
উত্তর; পৃথিবীর বৃহত্তম নদীর নাম-আমাজন (জলবহনে)
7 দক্ষিণ আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম করো।
উত্তর;দক্ষিণ আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম-গম এবং কফি
৪. পৃথিবীর প্রথম রবার গাছের সন্ধান কোথায় পাওয়া যায়?
উত্তর;পৃথিবীর প্রথম রবার গাছের সন্ধান কোথায় পাওয়া যায়-সেলভা অরণ্যে
9. তামা উৎপাদনে পৃথিবীতে কোন্ দেশ প্রথম?
উত্তর;তামা উৎপাদনে পৃথিবীতে চিলি প্রথম দেশ।
10.কোন শহরকে চিরবসত্তের শহর'বলা হয়?**
উত্তর;কুইটো শহরকে শহরকে চিরবসত্তের শহর'বলা হয়।
11.দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ কোন্টি?
উত্তর;দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ ইল্হা-দ্য-মারাজো
12.দক্ষিণ আমেরিকার একটি ব্রিটিশাধীন দ্বীপের নাম করো।
উত্তর;দক্ষিণ আমেরিকার একটি ব্রিটিশাধীন দ্বীপের নাম জর্জিয়া
13.আর্জেন্টিনার রাজধানীর নাম কী?
উত্তর;আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েনস এয়ার্স
14 দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী? অথবা, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোন্টি?
উত্তর;দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম অ্যাকোনকাগুয়া (6,960 মিটার)
15 উপাল্লাটা (Uspallata) গিরিপথ কোথায় অবস্থিত?
উত্তর;উপাল্লাটা গিরিপথ অ্যাকোনকাগুয়ার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত
16 গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোন্টি?*
উত্তর;গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ রোরাইমা (2,769 মিটার)
17.কোন্ পার্বত্য অঞ্চলকে ‘কর্ডিলেরা’ বলা হয়?**
উত্তর;আন্দিজ পার্বত্য অঞ্চলকে কর্ডিলেরা’ বলা হয়
18.পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন্টি?***
উত্তর;পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত (979 মিটার)।
19.দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশ কোন্ জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
উত্তর;দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।
20 আমাজন বেসিন প্রধানত কোন্ দেশে অবস্থিত?*
উত্তর;আমাজন বেসিন প্রধানত ব্রাজিলে দেশে অবস্থিত
21 দক্ষিণ আমেরিকার দুটি আগ্নেয়গিরির নাম করো। **
উত্তর দক্ষিণ আমেরিকার দুটি আগ্নেয়গিরির নাম কটোপ্যাক্সি ও চিম্বোরাজো
22.পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কী?***
উত্তর পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম সেলভা
23.অল্টিপ্লানো (Altiplano) কী ?
উত্তর অল্টিপ্লানো হলো-বলিভিয়ার পর্বতবেষ্টিত মালভূমি
24 পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি? ★★
উত্তর পৃথিবীর সর্বোচ্চ হ্রদ টিটিকাকা হ্রদ (3,810 মিটার)
25 ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের সবচেয়ে বড়ো শহরটির নাম কী? *
উত্তর ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের সবচেয়ে বড়ো শহরটির নাম- রিও ডি জেনিরো
26.কোন্ বনভূমিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলে?***
উত্তর সেলভা বনভূমিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলে
27. দক্ষিণ আমেরিকার নাতিশীতোয় তৃণভূমির নাম কী?
উত্তর দক্ষিণ আমেরিকার নাতিশীতোয় তৃণভূমির নাম -পম্পাস
28.গিয়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমিতে নদী উপত্যকায় কোন্ প্রকার জলবায়ু দেখা যায়?
উত্তর গিয়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমিতে নদী উপত্যকায় সাভানা জলবায়ু দেখা যায়।
29 দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন্ অংশে পশ্চিম ইউরোপীয় জলবায়ু দেখা যায়?
উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিম অংশে অংশে পশ্চিম ইউরোপীয় জলবায়ু দেখা যায়
30.দক্ষিণ আমেরিকার দক্ষিণে কোন্ মহাসাগর অবস্থিত?
উত্তর দক্ষিণ আমেরিকার দক্ষিণে কুমেরু মহাসাগর মহাসাগর অবস্থিত।
31.পৃথিবীর বৃহত্তম অববাহিকা কোন্টি?
উত্তর পৃথিবীর বৃহত্তম অববাহিকা-আমাজন অববাহিকা
32.দক্ষিণ আমেরিকার দুটি মরুভূমির নাম লেখো ।
উত্তর দক্ষিণ আমেরিকার দুটি মরুভূমির নাম -প্যাটাগোনিয়া, আটাকামা
33. আমাজন অববাহিকার আয়তন কত?
উত্তর আমাজন অববাহিকার আয়তন-55 লক্ষ বর্গকিমি
34.পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোন্ মালভূমিতে অবস্থিত?
উত্তর পৃথিবীর সর্বোচ্চ হ্রদ টিটিকাকা মালভূমি অবস্থিত
35.আমাজন নদীর উৎস কোথায়?
উত্তর আমাজন নদীর উৎস -আন্দিজ পর্বতমালার মিশমি শৃঙ্গ
36 ল্যানোস সমভূমি কোন্ নদী অববাহিকায় অবস্থিত?
উত্তর ল্যানোস সমভূমি কোন্ নদী অববাহিকায় অবস্থিত-ওরিনোকো নদী
37.পেরু থেকে মানাওস পর্যন্ত আমাজন নদী কী নামে পরিচিত?
উত্তর পেরু থেকে মানাওস পর্যন্ত আমাজন নদী আপুরিম্যাক নামে পরিচিত
38.আটাকামা মরুভূমির দক্ষিণে কী জলবায়ু দেখা যায় ?
উত্তর আটাকামা মরুভূমির দক্ষিণে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়।
39 আমাজন অববাহিকার সেলভা অরণ্যের প্রাকৃতিক রবার সংগ্রহকারী উপজাতিটির নাম কী?
উত্তর আমাজন অববাহিকার সেলভা অরণ্যের প্রাকৃতিক রবার সংগ্রহকারী উপজাতিটির নাম-সেরিংগুইরোস
40 দক্ষিণ আমেরিকার দক্ষিণ ও আন্দিজ পর্বতের পূর্ব ঢালে অবস্থিত মরুভূমির নাম কী?
উত্তর: দক্ষিণ আমেরিকার দক্ষিণ ও আন্দিজ পর্বতের পূর্ব ঢালে অবস্থিত মরুভূমির নাম-প্যাটাগোনিয়া মরুভূমি
41.উৎস থেকে পেরুর ইকুইটস পর্যন্ত আমাজন নদী কী নামে পরিচিত?
উত্তর উৎস থেকে পেরুর ইকুইটস পর্যন্ত আমাজন নদী মারানন নামে পরিচিত
42 আমাজনের তিনটি উপনদীর নাম লেখো।
উত্তর আমাজনের তিনটি উপনদীর নাম-জুরুয়া, মাদিরা, জিষ্ণু
43 কোন শহরকে ‘দক্ষিণ আমেরিকার প্যারিস’ বলে?
উত্তর বুয়েনস এয়ার্স শহরকে ‘দক্ষিণ আমেরিকার প্যারিস’ বলে
44 'ইলহা-দ্য-মারাজো’ বা ‘মারাজো’ কী?**
উত্তর 'ইলহা-দ্য-মারাজো’ হলো-পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ
45 লা-প্লাটা নদীর মোহানা অঞ্চল কী নামে পরিচিত?
উত্তর লা-প্লাটা নদীর মোহানা অঞ্চল রিও-ডি-লা-প্লাটা নামে পরিচিত
46 আমাজন অববাহিকায় কী ধরনের জলবায়ু দেখা যায়?
উত্তর আমাজন অববাহিকায় উষ্ণ ও আর্দ্র নিরক্ষীয় প্রকৃতির ধরনের জলবায়ু দেখা যায়
47 ব্রাজিলের আমাজন অববাহিকায় ক্রান্তীয় অরণ্যের নাম কী? অনুরূপ প্রশ্ন : হল পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম বৃষ্টি অরণ্য।
উত্তর ব্রাজিলের আমাজন অববাহিকায় ক্রান্তীয় অরণ্যের নাম-সেলভা।
48 ব্রাজিলের রাজধানীর নাম লেখো।
উত্তর ব্রাজিলের রাজধানীর নাম-রিও ডি জেনিরো
49 বৃহৎ চাদোয়া কোন অরণ্যে দেখা যায় ? *
উত্তর বৃহৎ চাদোয়া সেলভা অরণ্যে দেখা যায়
50 আমাজন অববাহিকায় বসবাসকারী দুটি উপজাতির নাম করো।**
উত্তর আমাজন অববাহিকায় বসবাসকারী দুটি উপজাতির নাম-মুরা, শিপিবো
51 আমাজন অববাহিকার বৃহত্তম শহর কোন্টি? ★★
উত্তর আমাজন অববাহিকার বৃহত্তম শহর হলো-বেলেম
52.আমাজনের বিখ্যাত রবার সংগ্রাহক কেন্দ্রের নাম কী?
উত্তর আমাজনের বিখ্যাত রবার সংগ্রাহক কেন্দ্রের নাম-মানাওস
53. আন্দিজ পর্বত কোন যুগে সৃষ্টি হয়েছে?
উত্তর: আন্দিজ পর্বত টার্সিয়ারি যুগে সৃষ্টি হয়েছে।
54. ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ নাম কি?
উত্তর : ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ নাম পিকো-ডো বানডাইরা।
55. পারানা নদীর গতিপথে কোন জলপ্রপাতের সৃষ্টি হয়েছে?
উত্তর : পারানা নদীর গতিপথে ইগুয়াসু জলপ্রপাতের সৃষ্টি হয়েছে
56.বিশ্বের উচ্চতম শহরগুলির মধ্যে অন্যতম হল কোনটি?
উত্তর :বিশ্বের উচ্চতম শহরগুলির মধ্যে অন্যতম হল কুইটো শহর।
57.বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র হল -
উত্তর : বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র হল ইতাইপু।
58.টিটিকাকা হ্রদের তীরে অবস্থিত সমাধি স্তম্ভগুলি কী নামে পরিচিত ?
উত্তর : টিটিকাকা হ্রদের তীরে অবস্থিত সমাধি স্তম্ভগুলি ‘চুলপাস’ নামে পরিচিত ।
59.কোন দেশের মানুষ প্রথম চকোলেট তৈরি করেন?
উত্তর : দক্ষিণ আমেরিকার মানুষ প্রথম চকোলেট তৈরি করেন। ক্যাকাও গাছ ব্রাজিলে হয় যার বীজ থেকে চকোলেট তৈরি হয়।
60. শতকরা অনুপাতের ভিত্তিতে প্রথম দুটি সেলভা অরণ্যাবৃত দেশের নাম লেখো?
উত্তর : শতকরা অনুপাতের ভিত্তিতে প্রথম দুটি সেলভা অরণ্যাবৃত দেশের নাম - ব্রাজিল ( 60%) পেরু (13%)
class 8 geography important questions
class 8 geography icse book
class 8 geography question answer chapter 2
class 8 geography chapter 4
class 8 geography chapter 5
class 8 geography chapter 6
class 8 geography book download pdf
class 8 geography chapter 1 extra questions and answers
class 8 geography chapter 3 extra questions and answers
class 8 geography lesson 2
class 8 geography mcq chapter 2
class 8 geography mcq chapter 3
class 8 geography mcq chapter 4
class 8 geography mcq chapter 5
class 8 geography ncert pdf
class 8 geography notes chapter 1
class 8 geography notes chapter 2
class 8 geography chapter 5 pdf
Comments
Post a Comment