গ্রামীণ বসতির প্রকারভেদ (Types of Rural Settlement)
■ গ্রামীণ বসতির প্রকারভেদ (Types of Rural Settlement)
অনেকগুলি বাসগৃহের সমন্বয়ে একটি বসতির রূপ পায়। একটি গ্রামীণ বসতি গড়ে ওঠে সাধারণত জীবন ধারণের জন্য প্রাকৃতিক উপকরণ সংগ্রহ এবং প্রাকৃতিক কার্যাবলীর উপর নির্ভর করে। সাধারণভাবে জনবসতির অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং বাসগৃহের মধ্যাকার ব্যবধানের ভিত্তিতে বসতিকে তিনভাগে ভাগ করা যায়। যথা —
A. সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি বসতি (Compact Settlement)।
B. ইতস্তত বা বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বসতি (Dispersed Settlement)।
C. রৈখিক বা দণ্ডাকৃতি বসতি (Linear Settlement)।
A. সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি বসতি (Compact Settlement):
মানুষ যখন তার নিজস্ব প্রয়োজনে একসাথে বসতি গড়ে তোলে অথবা একই প্রাকৃতিক পরিবেশে পাড়াগুলি (Hamlet) বর্ধিত হয়ে সংঘবদ্ধভাবে বসতিতে পরিণত হয় তখন তাকে গোষ্ঠীবদ্ধ জনবসতি বলে। এই ধরনের বসতিতে অনেকগুঞ্জি বসতিযুক্ত হয়ে গড়ে ওঠে।
• বৈশিষ্ট্য (Characteristics) :
(i) এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে আবার শহরও হতে পারে।
(ii) এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব খুবই কম।
(iii) একাধিক রাস্তা যেখনে মিলিত হয় সেই স্থানে এই বসতি লক্ষ্য করা যায়।
(iv) এই বসতি বর্ধিত হয়ে কালক্রমে পৌরবসতিতে রূপান্তরিত হয়।
(v) অন্যান্য গ্রামীণ বসতির তুলনায় এই বসতি অনেকটাই উন্নত।
(vi) স্থানীয় সম্পদের উপর নির্ভর করে এই বসতি গড়ে ওটে।
• গড়ে ওঠার কারণ (Causes for growth of Compact Settlemnt) :
গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার পিছনে একটি মাত্র ভৌগোলিক কারণ যথেষ্ট নয়। কোন স্থানের প্রাকৃতিক, অর্থনৈলি সামাজিক কারণসমূহ যৌথভাবে এই জনবসতি গড়ে তোলে। কারণসমূহ নিম্নরূপ--
1. প্রাকৃতিক কারণ (Physical Causes) :
গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি গড়ে ওঠার জন্য নিম্নলিখিত কারণগুলিকে দায়ী করা হয়। তা হল
(i) ভূ-প্রকৃতি : মালভূমিতে সাধারণতঃ বিক্ষিপ্ত বসতির সুযোগ রয়েছে। কিন্তু সমতলভূমিতে বিক্ষিপ্ত বসতি ক্রমা সংঘবদ্ধ বসতিতে রূপান্তরিত হয়। সমতল ভূমিতে কৃষিকার্যের সুযোগ বেশী থাকায় গোষ্ঠী বদ্ধ জনবসি গড়ে ওঠে।
(ii) মৃত্তিকা : উর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চলে কৃষিকাজের যথেষ্ট সুবিধা থাকায় উর্বর মৃত্তিকাযুক্ত স্থানে বহু কৃষিজা সংঘবদ্ধ হয়ে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তোলে।
উদাহরণ—গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, এই ধরনের বসতি লক্ষ্য করা যায়।
(iii) জলবায়ু : অনুকূল জলবায়ু অঞ্চলে মনোরম প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে অনেক সময় বিক্ষিপ্ত জনবসি গোষ্ঠীবদ্ধ জনবসতিতে পরিণত হয়।
(iv) জল: জীবন ধারণের জন্য ও চাষবাসের জন্য জলের প্রয়োজন। যেসব স্থানে জল পাওয়ার সুবিধা রয়েছ সেখানে জলের উৎসস্থানকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে।
. সামাজিক কারণ (Social Causes) :
‘সামাজিক কারণও গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
(i) নিরাপত্তার অভাব : নিরাপত্তার অভাবেও সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে। যে সমস্ত অঞ্চলে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ঘটে, দস্যুরা হানাদেয়, বন্য জন্তুরা আক্রমণ করে সেখানে মানুষেরা নিজেদের আত্মরক্ষার তাগিদে বা নিরাপত্তার জন্য গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তোলে।
(ii) শিক্ষাকেন্দ্র : প্রাচীনকালে গুরুকূলীয় শিক্ষাব্যবস্থা থেকে বর্তমানে বিদ্যালয় শিক্ষাকে কেন্দ্র করে গ্রামীণ বসতি একত্রে গড়ে ওঠে।
(iii) ধর্ম ও কুসংস্কার : বিভিন্ন জাতের মধ্যে বাড়ি তৈরির স্থান নিয়ে নানান কুসংস্কার দেখা যায়। অমঙ্গলের কারণে নতুন নির্বাচিত স্থানে বাড়ি তৈরির কাজ প্রত্যাহার করে। পৈত্রিক ভূমিকে পবিত্র বলে মনে করে। একই ধর্মের মানুষেরা নিজেদের আত্মরক্ষার জন্য সংঘবদ্ধ বসতি গড়ে তোলে।
B. ইতস্তত বা বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বসতি (Dispersed Settlement):
• বৈশিষ্ট্য (Characteristics) :
বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ (Causes for the growth of Dispersed Settlement) :
C. রৈখিক বা দণ্ডাকৃতি বসতি (Linear Settlement)
• বৈশিষ্ট্য (Characteristics):
• রৈখিক বসতি গড়ে ওঠর কারণ (Causes for the growth of Linear Settlement):
1. প্রাকৃতিক কারণ (Physical Causes) :
2. সামাজিক কারণ (Social Causes):
types of rural settlement
types of rural settlement pdf
types of rural settlement with diagram
types of rural settlement upsc
types of rural settlement class 12
types of rural settlement in hindi
types of rural settlement in india
types of rural settlement in world
different types of rural settlement
four types of rural settlements
explain four types of rural settlement
features of different types of rural settlement
types of rural settlement pdf
types of rural settlement with diagram
types of rural settlement upsc
types of rural settlement class 12
types of rural settlement in hindi
types of rural settlement in india
types of rural settlement in world
different types of rural settlement
four types of rural settlements
explain four types of rural settlement
features of different types of rural settlement
Comments
Post a Comment