গ্রামীন বসতি (Rural Settlement) :,গ্রামীন বসতির ভূমিকা, সংজ্ঞা, বৈশিষ্ট্য

 ভূমিকা ( Introduction)

অর্থনীতির প্রাথমিক স্তরের কার্যাবলীকেই প্রাথমিক স্তরের কার্যাবলী বলে। প্রাথমিক স্তরের কার্যাবলীর উপর নির্ভরশী জনবসতিকে গ্রামীন জনবসতি বলে। গ্রাম হল সাধারণত কৃষিকাজের উপর নির্ভরশীল জনবসতি। প্রধানত কৃষিকাজ, মৎস্য শিকার, বনজ দ্রব্য সংগ্রহ, খনিজ দ্রব্য উত্তোলন প্রভৃতি কাজের সাথে যুক্ত মানুষ কৃষিজমি, তৃণভূমি ও উন্মুক্ত প্রান্তরে খোলামেলা এবং বিস্তৃত জায়গায় যেসব বিক্ষিপ্ত বসতি গড়ে তোলে তাকে গ্রাম্য বসতি বলে। জনবসতি ভূগোল (Settlement Geography) স্বল্প জনসংখ্যা ও স্বল্প জনঘনত্ব বিশিষ্ট কৃষিনির্ভর জনপদকে গ্রামীন জনবসতি বলে। স্থানান্তর কৃষি অবলম্বনকারী কৃষক, পশুপালক, যাযাবর, শিকার ও খাদ্য সংগ্রাহক এবং স্থায়ী কৃষিনির্ভর জনপদ সাধারনভাবে গ্রামীন জনবসতির অন্তর্গত। ভূপৃষ্ঠের উপর বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক অবস্থার উপর ভিত্তি করে গ্রামীন বসতি গড়ে ওঠে। গ্রামীন জনবসতিতে বেশীরভাগ লোক প্রাথমিক কাজে (কৃষিকাজ, বনজ সম্পদ সংগ্রহ, মৎস্য শিকার প্রভৃতি) নিযুক্ত থাকেন। গ্রামীন বসতির আয়তন আমরা জনসংখ্যা এবং গ্রামের এলাকার নিরিখে নির্ণয় করি। ভূগোলবিদদের মতে, গ্রামীন অর্থনীতি কৃষিভূমিক সাথে যুক্ত। তাই তারা গ্রামীন জনবসতির সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন, গ্রাম হল এমন একটি সুসংবদ্ধ মনুস্যবসতি, যেখানে বসবাসকারী অধিকাংশ মানুষ কৃষিকাজ, খনিজ সম্পদ সংগ্রহ, মৎস্য শিকার প্রভৃতি কৃষিভিত্তিক উপজীবিকার নিযুক্ত থাকে। গ্রামের সংজ্ঞা নির্ধারনের ক্ষেত্রে মোট জনসংখ্যা, জনঘনত্ব, বাসগৃহের ধরন পরিষেবার সুযোগ প্রভৃতি উপাদানসমূহ বিবেচনা করা হয়।

গ্রামীন বসতির সংজ্ঞা (Definition of Rural Settlement) 

ভারতে সরকারিভাবে মৌজাকে গ্রামের সমার্থক হিসাবে ধরা হয়। গ্রাম হল একটি সুনির্দিষ্ট সীমায় আবদ্ধ ক্ষুদ্র ভূখণ্ড, যা সরকারি ভাষায় মৌজা নামে পরিচিত। এগুলি প্রকৃতপক্ষে এক একটি ক্ষুদ্রতম প্রশাসনিক একক। ভারতীয় আদমশুমারি (1971) অনুযায়ী গ্রামীন বসতির সংজ্ঞা হল এটি এমন একটি বসতি যেখানে-(১) যার জনসংখ্যা সাধারণত 5000 জনের কম, (২) জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিমিতে 400 জনের কম এবং (৩) যার 75% পুরুষকর্মী কৃষি ও স কাজে নিযুক্ত থাকে। নিম্নে গ্রামীন বসতি সম্পর্কে বিভিন্ন ভৌগোলিকরা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন তা নিন্মে আলোচিত করা হলো----

(1) ভারতীয় জনগণনা বিভাগ (Census of India) :

গ্রামীন বসতি হল এমন একপ্রকার জনবসতি যার জনসংখ্যা 5000 জানের কম হবে, 75% পুরুষকর্মী কৃষ্ণ বা অনান্য প্রামিক কাজে নিযুক্ত থাকবে এবং যে জনবসতির জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 400 জনের কম, তাকেই বলে গ্রামীন বসতি।”

(2) ভিদাল দ‍্য লা ব্লাচ (Vidal de la Blahe) এর মতে ঃ

কোনো পরিবারের বৃহৎ সংস্করন হল গ্রাম” (Village as the expression of a type of community larger than family or clan)

(3) আর. বি. মণ্ডল (R. B. Mondal) এর মতেঃ

“কোনো গ্রামীন অঞ্চলে পরস্পর সংঘবদ্ধ ঘরবাড়ি এবং রাস্তাঘাটের সজ্জারীতিকে গ্রামীন বসতি বলা হয়, যেখানে সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বন্ধন খুবই দৃঢ় এবং মানবসভ্যতার ধারা অনুসারে প্রবাহিত”।

(4) স্ট্যাম্প (Stamp) এর মতেঃ

“যে সব জায়গায় পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়, কৃষির জন্য উর্বর জমি সহজে পাওয়া যায় এবং গুদামজাত করনের জন্য যে জায়গা থাকে, সেসব জায়গায় যে বসতি গড়ে ওঠে তাকে গ্রামীন বসতি বলে।”

গ্রামীণ বসতির বৈশিষ্ট্য (Characteristics of Rural Settlement) :

গ্রামীন বসতির নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়--

 (1) গ্রামীন বসতিতে কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যায়।

(ii) গ্রামীন বসতিতে বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ প্রকৃতির বসতি গড়ে ওঠে। 

(iii) এই প্রকার বসতিতে মাটির বাড়ির প্রাধান্যই বেশি তবে পাকাবাড়িও দেখা যায়।

(iv) গ্রামীন বসতির প্রধান জীবিকা কৃষিকাজ।

(v) এখানে পঞ্চায়েত শাসনব্যবস্থা লক্ষ্য করা যায়। 

(Vi) গ্রামীন বসতির জনঘনত্ব অপেক্ষাকৃত কম।

(vii) এই বসতিতে কাঁচাপথের প্রাধান্য বেশি এবং রাস্তাঘাটের বিস্তার কম।

 (VII) গ্রামীন বসতিতে শিক্ষা, সংস্কৃতি, বিনোদন প্রভৃতির সুযোগ অপেক্ষাকৃত কম থাকে।

(ix) গ্রামীন বসতিতে চিকিৎসা ব্যবস্থার সুযোগ কম।

(x) গ্রামীন বসতিতে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত বেশি।

(xi) ১৫০ থেকে ১৫০০ জন জনসংখ্যা গ্রামীন বসতিতে দেখা যায়। তবে এর কোন নির্দিষ্ট জনসংখ্যা নেই।

(xii) গ্রামের 75% মানুষ কৃষিকাজে যুক্ত থাকে।

(xiii) গ্রামীন বসতিতে বস্তির অস্তিত্ব লক্ষ্য করা যায় না।

 (xiv) গ্রামীন বসতিতে নির্মল প্রাকৃতিক পরিবেশ গ্রামে দেখা যায়।

(xv) প্রতি বর্গকিমিতে 400 জনের কম মানুষ বসবাস করে।

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ (The controlling factors of Rural Settlement)



 

rural settlement definition
rural settlement in india
rural settlement pdf
rural settlement meaning in hindi
rural settlement characteristics
rural settlement geography pdf
rural settlement and urban settlement
rural settlement and its types
a rural settlement is classified by
rural settlement based on population
rural settlement book
rural settlement class 12
rural settlement definition ap human geography
rural settlement definition geography
rural settlement environmental issues
rural settlement geography notes
rural settlement geography book pdf
rural settlement grade 12 geography
rural settlement ap human geography
rural settlement ka meaning

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর