অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন-উত্তর Part-6 (In September)

 ১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো

উত্তর: গ) মেরু অঞ্চল-বায়ুর উচ্চচাপ

১.২ উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো---তন্দ্রা জলবায়ু

১.৩ দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো----পম্পাস


২. বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসভ্য হলে 'ভুল' লেখো :

২.১ রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়।------–--> ভুল


২.২ আপেক্ষিক আর্দ্রতার সাথে উন্নতার সম্পর্ক ব্যস্তানুপাতিক।-------------> ঠিক


২.৩ জুলাই-অগাস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে।-----------–---> ভুল

Other Question

  Class8 : অষ্টম শ্রেণীর ইংলিশ মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন উত্তর(পার্ট-6)

 Class 8: অষ্টম শ্রেণীর বাংলা মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন উত্তর (পার্ট-6)

 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? 

উত্তর:  বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, জলীয় বাষ্প বা ঘনীভূত জলকণার সম্মিলিত রূপ হল মেঘ। কিন্তু সমস্ত প্রকার মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে না, তার কারণ—

জলকণার ব্যাস : অধিকাংশ সময় মেঘের জলকণার ব্যাস থাকে 10–15 মাইক্রন। যতক্ষণ না এই মেঘের জলকণাগুলির ব্যাস 2 মিলিমিটার বা তার বেশি হয়, ততক্ষণ জলকণাগুলি বৃষ্টিপাত ঘটায় না।

জলকণার সংযুক্তিকরণ : প্রতিটি মেঘ যখন বায়ুমণ্ডলে বিক্ষিপ্তভাবে ভেসে থাকে, তখন মেঘে থাকা বিভিন্ন জলকণা সংযুক্ত হওয়ার সুযোগ পায় না, তাই বৃষ্টিপাতের অবস্থা তৈরি হয় না।

আপেক্ষিক আর্দ্রতা : বায়ুমণ্ডলীয় আপেক্ষিক আর্দ্রতা 100% না থাকলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না, তাই বৃষ্টিপাত হয় না।

মেঘের অবস্থান : বায়ুমণ্ডলের মেঘ ভূপৃষ্ঠের খুব কাছে চলে এলে তা শিশিরাঙ্কে (Dew Point) পৌঁছোতে পারে না। ফলে, ঘনীভবন না হওয়ার দরুন বৃষ্টিপাত ঘটে না।


৩.২ ‘আমাজন অববাহিকার ফ্রান্তীয় বৃষ্টিঅরণ্য দুর্গম প্রকৃতির’— ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।

উত্তর: আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য নিরক্ষরেখার উভয় পাশে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে সারাবছর সূর্য লম্বভাবে পড়ে ফলে উষ্ণতা সবসময়েই বেশি থাকে (প্রায় 27°C) এবং প্রচুর বৃষ্টিপাত হয় (বার্ষিক 200 250cm প্রায়)। তাই এখানে এই অঞ্চলে চিরহরিৎ গাছের বনভূমির সৃষ্টি হয়েছে। গাছের গুড়ি গুলি খুব লম্বা,মোটা আর পাতাগুলো বেশ চওড়া হয়। গাছগুলি ঘন সন্নিবিষ্ট হ হওয়ায় অরন্যের ওপর চাঁদোয়ার মতো ঢেকে যায় এবং এর মধ্য দিয়ে সূর্যের আলো বনভূমি তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারে না।ফলে তলদেশ স্যাঁতসেঁতে এবং অন্ধকার হয়ে থাকে এবং এই অঞ্চলে জন্মায় নানান লতা, গুল্ম, পরগাছা ইত্যাদি। এইসব প্রতিকূলতাই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কে করে তুলেছে অত্যন্ত দুর্গম।


৪. চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। 

উত্তর 

'সংজ্ঞা:শৈল' শব্দের অর্থ ‘পর্বত’ এবং উৎক্ষেপ’-এর অর্থ ‘উপরে ওঠা’। সাধারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায়, তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে।


 ●সৃষ্টির পরিবেশ:  সমুদ্র নিকটবর্তী সুউচ্চ পর্বতের অবস্থান ও সমকোণে প্রবল জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত দ্বারা বাঁধা পেয়ে শৈলোৎক্ষেপ বৃষ্টির পরিবেশ সৃষ্টি করে।

শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি

পদ্ধতি : সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড়ো হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে উঠে এসেছে, সেই প্রতিবাত ঢালে (Windward Side) প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ, অনুৰাত ঢালে (Leeward Side) এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তা ছাড়া নীচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষু হতে থাকে, ফলে, ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না। বললেই চলে। বৃষ্টিচ্ছায় অঞ্চল (Rainshadow Region) বলে

উদাহরণ : 

1. ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের প্রতিবাত ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মৌসিনরামে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়। কিন্তু শিলং বিপরীত পাশে থাকায় সেখানে বৃষ্টিপাত কম হয়। 

2.  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরবসাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত =ৎসহ মুশলধারে পরিচলন ঘটায়, কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে।





Class 8 Geography Model Activity task Answer/Sollution Part-6 (In september)


Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)