Class 9 Life science MCQ Question (Top-40)

 1 . সালোকসংশ্লেষে হিল বিকারক কোন্‌টি?

=◆NADP

2. নিম্নলিখিত কোন্ মৌলটি ক্লোরোফিল গঠনে প্রয়োজন?

 =◆ম্যাগনেশিয়াম 

3. সালোকসংশ্লেষে CO, সংবন্ধনে সহায়ককারী উৎসেচকটি হলো?

 =◆RuBPকার্বক্সিলেজ

4. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের -

=◆ গ্রানাতে

5. শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপন্ন ATP-র পরিমাণ হল

=◆ 2 অণু 

6. পায়রার বায়ুথলির সংখ্যা হল-

=◆ 10টি

7. শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোন্‌টি?

=◆10. গ্লুকোজ

8. ETS ঘটে--

=◆ মাইটোকন্ড্রিয়ায়

9. এক অণু ATP থেকে যে শক্তি নির্গত হয় তার পরিমাণ হলো--

=◆ 7.3kcal

10. মানবদেহের মাইটোকন্ড্রিয়াবিহীন একটি কোশ হল

=◆ মানুষের লোহিত রক্ত


11. নীচের কোন্‌টি পেশির ক্লান্তি ঘটায়?

=◆ ল্যাকটিক অ্যাসিড

12. কোন্ প্রাণীর শ্বাসরঞ্জক হিমোসায়ানিন ?

=◆চিংড়ি

13. কোন্ অঙ্গকে অ্যাডমস্ অ্যাপল (Adam's apple) বলা হয়?

=◆লারিংকস 

14. নীচের কোন্‌টি স্বল্পমাত্রিক মৌল?

=◆ মলিবডেনাম

15. নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়?

=◆ম্যাগনেশিয়াম 

16. নিম্নলিখিত কোন্ রোগটি ভিটামিন A-এর অভাবে হয়?

.=◆রাতকানা

17. স্কার্ভি প্রতিরোধক ভিটামিনটি কী?

=◆ C

18.খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়?

 =◆ বেনজোয়িক অ্যাসিড

19. কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়?

=◆ভিটামিন D

20.কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয় ?

=◆B12

স্বর্ণলতা কীরকমের উদ্ভিদ?

=◆পরজীবী 

22. নীচের কোনটি পরাশ্রয়ী উদ্ভিদ?

=◆রাসনা

23. নীচের কোন ভিটামিনটি বন্ধ্যাত্ব প্রতিরোধক?

=◆Vitamin E

25. নীচের কোন্‌টি  রক্ততঞ্চনে সহায়তা করে?

=◆থ্রম্বোকাইনেজ

26. রক্কের প্রোটিনবিহীন নাইট্রোজেনঘটিত উপাদান কোনটি? 

=◆ ইউরিয়া

 27. নিম্নলিখিত কোন ধাতব মৌলটি হিমোগ্লোবিন অনু গঠনে প্রয়োজন ?

=◆লৌহ

29.  রক্তের শ্রেণিবিভাগ (ABO) পদ্ধতি আবিষ্কার করেন ?

=◆ল্যান্ডস্টেইনার

30. কোন বিভাগে রক্তে কোনো প্রকার আন্টিবডি থাকে না?

=◆ABবিভাগ 


31. রোগজীবাণু ধ্বংসকরে কোন শ্বেতকণিকা?

=◆নিউট্রোফিল

32. মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায?

=◆72

33. হাইড্রোপনিক্স কথাটি কীসের সঙ্গে যুক্ত

=◆ মাটি ছাড়া গাছের প্রতিপালন

34. একটি পরিণত মানুষের অস্থি সংখ্যা হল

=◆ 206 টি

35. সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রপতঙ্গের দিকে বেঁকে যায়, এটি একপ্রকারের-

=◆ কেমোন্যাস্টিক চলন

 36. সুন্দরী গাছের শ্বাসমূল O, শোষণের জন্য মাটির ওপরে উঠেআসে, এটি একপ্রকারের a. অনুকূল অভিকর্ষজ চলন--

=◆ প্রতিকূল অভিকর্ষজ চলন 

37. যে গ্ৰন্ধি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় সেটি হল--

=◆রেড গ্রন্থি

38. কোন প্রাণী গমনে অক্ষম?

=◆ সাগরকুসুম


39. কোন প্রাণীটির গমন অঙ্গ সিলিয়া?

=◆ প্যারামিসিয়াম


40. কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সঙ্গা দিয়েছেন?

=◆ট্রান্সলে


 

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর