শিলামণ্ডল ও ক্ষুব্দমণ্ডল এর মধ্যে পার্থক্য , গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল এর মধ্যে পার্থক্য

 বিষয়

শিলামণ্ডল

 ক্ষুব্দমণ্ডল

অর্থ

গ্রিক শব্দ ‘Lithos’ এর অর্থ শিলা ও "Sphere'-এর অর্থ মণ্ডল অর্থাৎ শিলামণ্ডল

গ্রিক শব্দ ‘Asthenos’ অর্থাৎ দুর্বল বা নমনীয়। Sphere অর্থাৎ মণ্ডল অর্থাৎ নমনীয় মণ্ডল।

সংজ্ঞা

পৃথিবীর বহিঃর্ভাগের কঠিন আবরণকে শিলামণ্ডল বলে।

শিলামণ্ডলের নীচে গড়ে 150 কিমি পুরু গুরুমণ্ডলের উপরের অংশকে অ্যাসথেনোস্ফিয়ার বলে।

গভীরতা

এর গড় গভীরতা প্রায় 30-40 কিমি.

এর গড় গভীরতা 150 কিমি।

উষ্ণতা

এই স্তরের উষ্ণতা 100-200 °C) এর মধ্যে থাকে এবং কম।

এই স্তরের উষ্ণতা খুবই বেশী এবং 1400°Cel বেশী।

ঘনত্ব
 

ঘনত্ব 2.7-30 গ্রাম/ঘন সেমি.

ঘনত্ব 3.35 - 4.2. গ্রাম/ঘন সেমি।

"P" তরঙ্গের গতিবেগ

6.2 কিমি/সেকেণ্ড

6.9 কিমি/সেকেণ্ড।

প্রকৃতি

এই স্তরটি শীতল, কঠিন ও ভঙ্গুর অবস্থায় রয়েছে।

এই স্তরটি উষ্ণ, অর্ধগলিত ও স্থিতিস্থাপক অবস্থায় রয়েছে।

ওজন

এই  স্তরটি হালকা

এই স্তরটি ভারী


 

পার্থক্যের বিষয় গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল
অবস্থান পৃথিবীর শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের ঠিক মধ্যবর্তী ও স্থানে গুরুমণ্ডল অবস্থিত। পৃথিবীর ত্রিস্তরীয় গঠনের একে বারে নিচে ভূকেন্দ্রের নিকটে কেন্দ্রমণ্ডল অবস্থিত।
বিস্তার ভূত্বকের নীচে 30-2900 কিমি পর্যন্ত বিস্তৃত। এটি ভূকেন্দ্রের চারিদিকে প্রায় 3475 কিমি ব্যাপী বিস্তৃত
উপাদান নিকেল, লোহা, ক্রোমিয়াম, সিলিকন, ম্যাগনেশিয়াম দ্বারা দ্বারা গঠিত। লোহা, পারদ, নিকেল ইত্যাদি ভারী ও ঘন সন্নিবিষ্ট উপাদান দ্বারা গঠিত।
বিশেষ নাম এই স্তরের বাইরের অংশটি ক্রোফেসিমা এবং ভিতরের অংশটি নামে পরিচিত। এই স্তরটি নিকেল ও লোহা দ্বারা গঠিত বলে একে নিফে সিমা বলে।
উষ্ণতা এই স্তরের উষ্ণতা 2000 3000 °C এই স্তরের উষ্ণতা প্রায় 5000°C।
ঘনত্ব 3.4 -5.6 গ্রাম ঘন সেমি। 9.1-13.6 গ্রাম/ঘন সেমি।
ওজন এই স্তর জলের তুলনায় 5-10 গুণ ভারী। এই স্তরটি জলের থেকে প্রায় 10-14 গুণ ভারী।
পদার্থের অবস্থা পদার্থ কঠিন অবস্থায় রয়েছে। পদার্থ বহিঃকেন্দ্রমণ্ডলে অর্ধ-তরঙ্গ অন্তকেন্দ্র মণ্ডলে কঠিন অবস্থায় রয়েছে।

ভূমিকম্প তরঙ্গ

P ও S তরঙ্গই এই স্তরের মধ্য দিয়ে চলাচল করতে পারে।

শুধুমাত্র S তরঙ্গই এই স্তরের মধ্য দিয়ে চলাচল করতে পারে

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর