4.4 ভূকম্পীয় তরঙ্গের ভিত্তিতে ভূঅভ্যন্তরভাগের শ্রেণীবিভাগ (Classification of Interior of the Earth on the basis of Seismic Wave):

 ভূ-অভ্যন্তর দিয়ে প্রবাহিত প্রাথমিক (P Wave) ও গৌণ (S Wave) ভূকম্প তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যাস জানা যায়। এই বিষয়ে ডাচ বিজ্ঞানী উইলি ব্রোড স্নেলিয়াস (Wille Brord Snellius, 1580-1626) এর ‘প্রতিসরণ সূত্র’ বা Snell’s Law বিশেষ গুরুত্বপূর্ণ। ভূ-অভ্যন্তরে পদার্থের ঘনত্ব ও বৈশিষ্ট্য পরিবর্তিত হলে, প্রাথমিকও গৌণ তরঙ্গ প্রতিফলিত হয়। এক ঘনত্বের শিলাস্তর থেকে পৃথক ঘনত্বের শিলাস্তরের ভিতর দিয়ে প্রবাহের সময় প্রাথমিক ও গৌণ তরঙ্গের গতিপথ পরিবর্তিত হয়। এই গতিপথ পরিবর্তনের মান তরঙ্গের গতির ওপর নির্ভর করে। তরঙ্গের গতি আবার পদার্থ বা শিলাস্তরের ঘনত্বের ওপর নির্ভর করে। এইভাবে প্রতিফলন ও প্রতিসরণ কোণের মান থেকে, ভূ-অভ্যন্তরের বিভিন্ন পদার্থের সমন্বয়, স্তরবিশেষে পার্থক্য ও বৈশিষ্ট্য জানা যায়। ভূকম্পীয় তরঙ্গের গতিবেগের বৈচিত্র্যতা ও বিভিন্নতা অনুসরে পৃথিবীর অভ্যন্তরভাগকে তিনটি প্রধান স্তরে ভাগ করা হয়--

  ◆ অশ্মমণ্ডল বা শিলা মণ্ডল (Lithosphere)           ★ গুরুমণ্ডল(Barysphere or Mantle)                 ★কেন্দ্ৰমণ্ডল (Centrosphre Core)


1. শিলামন্ডল (Lithosphere):

ভু-গঠনকারী উপাদান গুলির মধ্যে সবচেয়ে উপরের স্তরটি হল শিলামন্ডল। যা ভূ-ত্বকনামেও পরিচিত। এই স্তরটি হাল্কা উপাদান দ্বারা গঠিত। স্তরটি গুরুমন্ডল থেকে মোহোরোভিসিক বিযুক্তি(MOHOROVICIC DISCONTINUITY) দ্বারা আলাদা রয়েছে। উপাদান অনুসারে এই স্তর দুটি ভাগে বিভক্ত ,যথা-


                       a. সিয়াল (Sial)

                        b. সিমা (Sima)


সিয়াল (Sial) :

                         ভূ-ত্বকের উপরের স্তরটি হল সিয়াল। এই স্তরটির গড় গভীরতা 17 কিমি। স্তরটির ঘনত্ব 2.7 থেকে 2.9 | Silica এবং Aluminium (Si+AI) দ্বারা গঠিত এই স্তরটিতে “p” তরঙ্গের গতিবেগ 6.2 কিমি/সেকেন্ এবং ‘S’ তরঙ্গের গতিবেগ 5 কিমি/সেকেন্ড। 'L' তরঙ্গ সংকোচন ও প্রসারনের মাধ্যমে প্রবাহিত হয়।


সিমা (Sima):
                       ভূ-ত্বকের নিচের স্তরটি হল সিমা স্তর। এই স্তরটির গড় গভীরতা 7-10 কিমি। সুরটির ঘনত্ব 2.9-3.5। Silica এবং Magnesium দ্বারা গঠিত এই স্তরটির মধ্য দিয়ে 'P' তরঙ্গ 7 কিমি/সেকেন্ড গতিবেগে প্রবাহিত হয়।

সিয়াল এবং সিমা যে বিযুক্তি রেখা দ্বারা বিভক্ত তাকে কনরাড বিযুক্তি (Conrad Discontinuity) ৰখা বলে।

              

                  2. গুরুমন্ডল (Mantle) :
                                                                      মোহোরোভিসিক বিযুক্তি রেখা থেকে 2900 কিমি গভীরতা পর্যন্ত স্তরটি হল গুরুমন্ডল। এটি দুটি স্তরে বিভক্ত- বহিঃ গুরুমন্ডল ও অন্ত: গুরুমন্ডল। বহিঃ গুরুমন্ডল মোহোরোভিসিক রেখা থেকে 1000 কিমি পর্যন্ত গভীর এবং ঘনত্ব 3.4-4.5gm/cm3 । অন্ত: গুরুমন্ডল 1000 থেকে 2900 কিমি পর্যন্ত বিস্তৃত এবং ঘনত্ব 4.5-5.5 gm/cm । বহিঃ গুরুমন্ডলের উপরের অংশকে অ্যাস্থেনোস্ফিয়ার (Asthenosphere) বলে। একে ক্ষুব্ধ মন্ডলও বলে। বহিস্থ ও অন্তস্থ গুরুমন্ডল যে রেখা দ্বারা বিভক্ত তাকে রেপিটাইট বিযুক্তি বলে।

এই স্তরে ‘p’ তরঙ্গের গতিবেগ 7.9-8.2 কিমি/সেকেন্ড এবং 'S' তরঙ্গের গতিবেগ 3-4 কিমি/সেকেন্ড। তরঙ্গের এই বিভিন্নতা প্রমান করে যে, গুরুমন্ডল কম এবং বেশি ঘনত্বের শিলা বা খনিজ দ্বারা গঠিত।

  

 
                3. কেন্দ্রমন্ডল (Core):

             উইচার্ড গুটেনবার্গ বিযুক্তি (Wechard Gutenberg Discontinuity) রেখার নিচের অংশকে কেন্দ্রমন্ডল বলে। এটি 2900 কিমি থেক ভূ-অভ্যন্তরে 6373 কিমি পর্যন্ত বিস্তৃত। গুটেনবার্গ বিযুক্তি রেখা কেন্দ্রমন্ডলকে গুরুমন্ডল থেকে আলাদা করে রেখেছে। কেন্দ্রমন্ডল আবার দুটি স্তরে বিভক্ত। বহিঃকেন্দ্রমন্ডল এবং অন্তঃকেন্দ্রমন্ডল। বহিঃকেন্দ্রমন্ডল এবং অন্তঃকেন্দ্রমন্ডল যে রেখা দ্বারা বিভক্ত তাকে লেহম্যান বিযুক্তি (Lehman Discontinuity) বলে।

পদার্থের ঘনত্রের পরিবর্তনে এই স্তরে ‘P’ ও ‘S’ তরঙ্গের ব্যাপক গতিবিক্ষেপ ঘটে। বহিঃকেন্দ্রমন্ডলের ঘনত্ব 10-12.31gm/cm3 এবং ‘P’ তরঙ্গের গতিবেগ 11.3 কিমি/সেকেন্ড। অন্যদিকে অন্তঃকেন্দ্রমন্ডলের ঘনত্ব 12-13.6gm/cm3 এবং 'P' তরঙ্গের গতিবেগ 12.6 কিমি/সেকেন্ড। 'S' তরঙ্গের প্রবাহ এই স্তরে দেখা যায়না। ´s’ তরঙ্গের অনুপস্থিতি এটাই প্রমান করে যে,এই স্তরটি(কেন্দ্রমন্ডল) তরল প্রকৃতির।

      




             ★★★ অন‍্যান‍্য প্রশ্ন-

      ১>শিলামণ্ডল ও গুরুমণ্ডল এর মধ্য পার্থক্য----(Click Here)

     ২>গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল এর মধ্যে পার্থক্য---(Click Here)

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর