ভারতের জনসংখ্যা বৃদ্ধির ফলাফল (Effects of Population Growth in India) -geographyhonour

 ■ ভারতের জনসংখ্যা বৃদ্ধির ফলাফল (Effects of Population Growth in India) :


যেখানে প্রতিটি দেশে জনসংখ্যা বৃদ্ধি জাতীয় জীবনে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সেখানে ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে এই ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি জাতীয় জীবনে উন্নয়নের পথে অন্তরায় হয়ে ওঠাই স্বাভাবিক। নিম্নে জনসংখ্যা বৃদ্ধির ফলাফলগুলি আলোচনা করা হল।


1. জাতীয় আয়ে বাধা:  জনসংখ্যা বৃদ্ধি পেলে জাতীয় আয় এবং অর্থনৈতিক উন্নয়নের হার মস্থর হয়ে যায়। জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে কিন্তু দেশের উৎপাদন বৃদ্ধি হয় গাণিতিক হারে। ফলে মোট উৎপাদনের হার জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষা কমবে এবং জাতীয় আয়ে বাধার সৃষ্টি করবে।


2. খাদ্যসমস্যা : খাদ্যশস্য উৎপাদনে ভারত স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও ভারতকে খাদ্যশস্য বিদেশ থেকে আমদানী করতে হয়। এর কারণই হল ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে চাহিদা অনুসারে সর্বত্র খাদ্যের যোগান দেওয়া সম্ভব হয় না। বর্ধিত জনসংখ্যা খাদ্যাভাবে, অনাহারে, অপুষ্টির শিকার হয়।


3. কৃষিজমির হ্রাস: জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষিজমিতে ঘরবাড়ি এবং নানা ধরনের শিল্পকারখানা স্থাপনের ফলে কৃষিজমির পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। 1961 সালে ভারতে মাথাপিছু জমির পরিমাণ ছিল 1.11 একর। 1981 সালে তা কমে দাঁড়ায় 0.62 একরে অর্থাৎ 20 বছরে প্রায় 44% কৃষিজমি হ্রাস পেয়েছে।


4. অনুৎপাদনশীল জনসংখ্যা বৃদ্ধি : ভারতে জনসংখ্যা বৃদ্ধি দশকপ্রতি হার 17.64% । অন্যদিকে বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যার উন্নতির ফলে যেমন রোগের প্রকোপ কমেছে তেমনি মহামারি ও দুর্ভিক্ষকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ফলে অনুৎপাদনশীল জনসংখ্যা (0-15 বছর এবং 60+) দ্রুতহারে বৃদ্ধি পেয়েছে। যা ভারতের একটি বিরাট সমস্যার সৃষ্টি করেছে।


5. বেকারত্ব বৃদ্ধি : জনসংখ্যা বৃদ্ধির ফলে কর্মসংস্থানের উপর ক্রমশ চাপ বাড়ছে। ভারতের মতো কৃষিভিত্তিক দেশেও ছদ্মবেকারত্ব লক্ষ্য করা যাচ্ছে। বেকারত্ব বৃদ্ধির ফলে নানা সামাজিক সমস্যার এবং অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে।


6. পরিবেশ দূষণ : জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের ব্যবহার বৃদ্ধি পেয়েছে অনিয়মিতভাবে। ফলে জল, মাটি, বায়ু ও পরিবেশ দূষিত হচ্ছে। বনাঞ্চল ফ্রমশ হ্রাস পাচ্ছে। পৃথিবীর উষ্ণায়ন এবং গ্রীন হাউস এফেক্ট গৃহহ্বর এর মতো জলবায়ুগত বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। এরফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট হচ্ছে।


7. পানীয় জলের সমস্যা : জনসংখ্যা বৃদ্ধির ফলে পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। ভৌমজলস্তরের ক্রমশ সংকেয়াম হচ্ছে। ভারত এই সমস্যায় জর্জরিত।


৪. সামাজিক সমস্যা : ভারতের জনসংখ্যা বৃদ্ধির ফলে ধর্মান্ধতা, বহুবিবাহ, বাল্যবিবাহ ও নানান সামাজিক সমস্যার। সৃষ্টি হচ্ছে।


9. চিকিৎসা ও বাসস্থানের উপর চাপ : জনসংখ্যা বৃদ্ধির ফলে ভারতে স্কুলে যাওয়া ছাত্রদের পরিমাণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং গ্রামাঞ্চলে শিক্ষিতের হার ক্রমশ কমছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে জনস্বাস্থ্যের উপর ক্রমশ চাপ বাড়ছে শহরাঞ্চলে বাসস্থানের অভাব লক্ষ্য করা যাচ্ছে।


        জনসংখ্যার বৃদ্ধির ফলে একদিকে যেমন সামাজিক, অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে তেমনি পরিবেশের ক্ষেত্রেও নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যাগুলিকে দূর না করলে ভারতের অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে।


Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর