জেট বায়ু: সংজ্ঞা,বৈশিষ্ট্যসমূহ,উৎপত্তি,জেট বায়ু ও ইনডেক্স সাইকেল বা সূচক চক্র

Content 

1. জেট বায়ুর সংজ্ঞা (Definition of Jet Stream) 

2. জেট বায়ুর সাধারণ বৈশিষ্ট্যসমূহ (General Characteristics of Jet Stream)

3. জেট বায়ুর উৎপত্তি (Origin of Jet Stream)

4. জেট বায়ু ও ইনডেক্স সাইকেল বা সূচক চক্র (Jet Stream and Index Cycle)

➖➖➖➖➖➖❇️➖➖➖➖➖➖❇️➖➖➖➖ 


1. জেট বায়ুর সংজ্ঞা (Definition of Jet Stream)

                মধ্যঅক্ষাংশীয় আকাশে ভূ-পৃষ্ঠ থেকে ঊর্ধ্বে ট্রপোপজের সামান্য নিচে মুখ্যত পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত অতি শক্তিশালী সংকীর্ণ বলয়ের মধ্য দিয়ে, সর্পিলাকারে প্রবাহিত দ্রুত গতিবেগসম্পন্ন অতিশীতল বায়ুস্রোতকেবলা হয় জেট বায়ু (Jet Stream) |


         পৃথিবীর বিভিন্ন স্থানে প্রবাহিত এই জেট বায়ু নিয়ে গবেষকরা বিভিন্ন সময়ে ব্যাপকমাত্রায় আগ্রহ দেখিয়েছেন। তাই বিভিন্ন সময়ে আবহবিদ্রাও বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে জেট বায়ুর সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হল---------


Barry & Chorley (1998) : জেট বায়ু হল অতি দ্রুতগামী একপ্রকার সংকীর্ণ বায়ুস্রোত, যা ট্রপোপজের ভাঁজে বা ভগ্ন অংশে (fragmentation) সর্বাধিক ঢালের সঙ্গে যুক্ত এবং যা মেরুমুখীসর্বাধিক উন্নতার ঢাল ও শক্তি স্থানান্তরের সঙ্গে মিলে যায়।


Pitterssen, S. (1956): জেট বায়ু হল একপ্রকার তাপীয় বায়ুপ্রবাহ এবং এর শক্তি নিম্ন বায়ুস্তরের উন্নতার পার্থক্যের সমানুপাতী।


◆ Trewartha, G. T. (1968): সংকীর্ণ অঞ্চলে বায়ুচাপ ও উন্নতার অবক্রমজনিত ঢালের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত একপ্রকার দ্রুতগতিসম্পন্ন বায়ুপ্রবাহ হল জেট বায়ু।


Strahter & Strahler (1992) : রসবি তরঙ্গের সঙ্গে যুক্ত সংকীর্ণ বলয়ের মধ্যে দিয়ে প্রবাহিত এক প্রকারউচ্চগতিসম্পন্ন বায়ুর নাম জেট বায়ু।


◆Andrew, G. (1985): মূলত মধ্য অক্ষাংশের ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবাহিত দ্রুতগতিসম্পন্ন এক প্রকার বায়ু (> 30ms বা প্রতি সেকেন্ডে 30 মিটারের বেশি) হল জেট বায়ু, যা শক্তিশালী বায়ুচাপ অবক্রমজনিত অনুভূমিক ঢালের সঙ্গে সম্পর্কযুক্ত।


◆World Meteorological Organization বা, WMO (1957) : ঊর্ধ্ব বায়ুমণ্ডলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবাহিত একপ্রকার শক্তিশালী সংকীর্ণ বায়ুস্রোত হল জেট স্ট্রীম, যার অক্ষ হয় প্রায় অনুভূমিক (quasihorizontal)।


World Meteorological Organization বা, WMO (1957) : ঊর্ধ্ব বায়ুমণ্ডলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবাহিত একপ্রকার শক্তিশালী সংকীর্ণ বায়ুস্রোত হল জেট স্ট্রীম, যার অক্ষ হয় প্রায় অনুভূমিক (quasihorizontal)।


2.  জেট বায়ুর সাধারণ বৈশিষ্ট্যসমূহ (General Characteristics of Jet Stream)


বৈশিষ্ট্যাবলী ঃ- Jet stream এর নানা বৈশিষ্ট্য বৈজ্ঞানিকগণ আবিষ্কার করিয়াছেন :-


১. Jet stream জাতীয় আঞ্চলে 12 km এর উপরে, নাতিশীতোষ অঞ্চলের নিম্নভাগে 9-12km এবং উচ্চতর নাতিশীতোষও আঞ্চলে এটি ভূপৃষ্ট হইতে 7 km উপর দিয়া প্রবাহিত হয়।


২. Tet Stream এর মধ্যে polas front ও  Sub tropical Jat Stream সমগ্র পৃথিবী জুড়িয়া বলয় আকারে প্রবাহিত হয়। ক্রান্তীয় Jet Stream কেবল দঃ পঃ মৌসুমী বায়ু প্রবাহ কালে প্রবাহিত হয়।


৩. মধ্য অক্ষা্নসের Jat Stream এর প্রবাহ তরঙ্গকার এবং আঁকা বাঁকা পথে হয়।


৪. Jat stream গড় গতিবেগ 144 km / ঘন্টায় । মধ্যভাগে ইহার গতিবেগ  প্রতি সেকেতে 30 meter (শীতকালে ) হয়।


৫. Jat Stream বিশাল তরঙ্গের আকারে প্রবাহিত হয় । উহার তরঙ্গের উদ্ধভঙ্গ ও অধভঙ্গের মধ্যে amplitude 1000-10000 km এবং প্রত্যেক গোলার্ধেক ইহাতে 6 টি তরঙ্গ গঠিত হয়।


৬. ইহাদের গতিপথে অক্ষরেখার সঙ্গে সমান্তরাল। মাঝে মাঝে অজানা কারণে ইহারা উ. হইতে দঃ দিকে তীব্র বাঁক করিয়া প্রবাহিত হয়।


৭. Jet stream এর সমপ্রেস রেখাগুলি তরঙ্গকার এবং ইহাতে বিশাল আকৃতির উচ্চচাপ ও নিম্নচাপ দেখা যায়। উহাদের আকারের ও শক্তির পর্যায় ক্রমিক পরিবর্তন ও  প্রবাহ পথে লক্ষ্য করা যায়।

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Other Question
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

3.  জেট বায়ুর উৎপত্তি (Origin of Jet Stream)


জেট বায়ু উয়তার পার্থক্যজনিত কারণে সৃষ্ট বায়ুচাপ অবক্রমযুক্ত ঢালের তারতম্যের ফলেই সৃষ্টি হয়। উচ্চতার পার্থক্যের কারণেই এই বায়ুর সৃষ্টি হয় বলে, এই বায়ুকে তাপীয় বায়ুপ্রবাহ (Thermal wind) বলা


জেট বায়ুর উৎপত্তিকে নিম্নলিখিতভাবে উপস্থাপন করা যায়--------


 (i) নিরক্ষরেখার উভয় পার্শ্বে উন্নতা বা তাপমাত্রা দ্রুতমাত্রায় কমতে থাকে। তাই বায়ুচাপের অবক্রমজনিত ঢালও খুব খাড়াই বা শক্তিশালী হয়। এর ফলেই জেট বায়ুর উৎপত্তি হয়। 


(ii) যে অক্ষাংশের উপর উচ্চ ট্রপোস্ফিয়ারে তাপীয় ঢাল (thermal gradient) সব থেকে বেশি হয়, সেখানেই এই বায়ুপ্রবাহ সৃষ্টির সম্ভাবনা বেশি।


 (ii) দুটি ভিন্ন উয়তা এবং ঘনত্বযুক্ত বায়ু যখন পরস্পরের সঙ্গে মিলিত হয়, তখন চাপের বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায়। ফলে এই ধরনের শক্তিশালী বায়ুর উৎপত্তি হয়। 


(iv) পরিবর্তনশীল বলয়ে বা সন্ধিক্ষণ অঞ্চলে (transitional zone) বায়ুচাপের পার্থক্য সব থেকে বেশি হয়। তাই ভিন্নধর্মী দুইপ্রকার মিলন ক্ষেত্রেই বায়ুর গতিবেগও সর্বাধিক হয়।


 (v) ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের মধ্যে যেখানে ক্রান্তীয় উগ্ন বায়ু এবং শীতল মেরু বায়ুর সম্মিলন ঘটে, সেখানকার বায়ুপ্রাচীর বা বায়ুসীমান্ত (front) অনেক বেশি দীর্ঘ হয়। সেজন্য এই স্থানে বায়ু দীর্ঘ ও সংকীর্ণ তরঙ্গের আকার ধারণ করে বলে জেট বায়ুর উৎপত্তি হয়।


(vi) সীমান্ত অঞ্চলে সৃষ্ট বায়ু, বায়ুপ্রবাহের সাধারণ ধর্ম অনুসারে সরলভাবে শীতল স্থান থেকে উষ্ণ স্থানের দিকে প্রবাহিত হয় না। এক্ষেত্রে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে ওই দুই ভিন্নধর্মী বায়ু সীমানা বরাবর প্রবাহিত হয়।


(vii) সুতরাং বলা যায়, তাপের বিভিন্নতা, শক্তি, গতি ও প্রবাহজনিত পার্থক্যে সৃষ্ট ব্যারোক্লিনিক অস্থিরতার জন্যই মূলত জেট বায়ুর উৎপত্তি হয়। বর্তমানে গবেষণাগারেও বিষয়টি প্রমাণিত। E. P. Eady গবেষণাগারে কম্পিউটার মডেল তৈরি করে বিষয়টি পরিস্ফুট করেন। তিনি দেখান, বায়ুমণ্ডলের মতো ফ্লুইড (fluid) পদার্থে ব্যারোক্লিনিক অস্থিরতা একপ্রকার শক্তিশালী বায়ুপ্রবাহ তৈরি করতে পারে, যা জেট বায়ুর সঙ্গে তুলনীয়। 

            উত্তর গোলার্ধে কোন কোন সময় বায়ুচাপের ঢাল অপেক্ষা বায়ুর গতিবেগ অনেক বেশি হয়। এর ফলে উচ্চ গতিবেগসম্পন্ন বায়ুর ডানদিকে গতিবিক্ষেপ ঘটে। এই ধরনের বায়ুকে উপঢালযুক্ত বায়ু (Subgradient wind) বলা হয় (Trewartha, 1968)

             জেট বায়ুর ডানদিকের অংশে উপঢালযুক্ত বায়ুর সঞ্চয় ঘটে বলে এক ধরনের উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। এটি সৃষ্টি হয়। পশ্চিমাবায়ুর নিরক্ষীয় প্রান্ত বরাবর। এই ধরনের উচ্চচাপকে অ্যান্টিসাইক্লোজেনেসিস (Anticyclogenesis) বলা হয় (Barry & Chorley, 1998)। আঁকা-বাঁকা বা সর্পিল পথে প্রবাহিত জেট বায়ুর গতিবেগ বারংবার পরিবর্তিত হয়। উচ্চ ট্রপোস্ফিয়ারে ঘটা এই বিষয়টির জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়াও যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়


4.  জেট বায়ু ও ইনডেক্স সাইকেল বা সূচক চক্র (Jet Stream and Index Cycle)


জেট বায়ু প্রভাবিত অঞ্চলে বায়ুমণ্ডলের উয়তা ও চাপের পার্থক্য সর্বাধিক হয়। এর প্রভাব বায়ু পড়ে থাকে। তাই এই স্থানের বায়ুমণ্ডলে সমান্তরাল ও উল্লম্ব মিশ্রণও সব থেকে বেশিমাত্রায় হয়ে থাকে।

       বর্তমান ধারণা অনুযায়ী (Namias, 1972) জেট বায়ু ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে অনুভূমিক ও উলম্ব প্রবাহকে দুটি অংশে বিভক্ত করেছে। এই দুটি অংশ হ'ল ------


(1) উয় অংশ, যা নিরক্ষরেখা থেকে মধ্য অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এবং

(ii) শীতল অংশ, যা মধ্য অক্ষাংশ থেকে মেরু পর্যন্ত বিস্তৃত।

             উৎপত্তির পর জেট বায়ু কতকগুলি পর্যায়ের মধ্য দিয়ে সম্পূর্ণতা লাভ করে। উৎপত্তির অব্যবহিত থেকেই জেট বায়ুর গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার উত্তর-দক্ষিণে বিচ্যুতি একপ্রকার চক্রাকারে চলছে থাকে। জেট বায়ুর এই ধরনের চক্রাকার পরিবর্তনের চক্রকে বলা হয় ইনডেক্স সাইকেল (Index Cycle)।চক্রটি সম্পূর্ণ হতে সময় লাগে 3 থেকে 4 সপ্তাহ। উত্তর গোলার্ধে এই চক্রের শুরু হয় ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ।

    জেট বায়ুর ইনডেক্স সাইকেল 4টি পর্যায়ে (Namias, 1972) হয়ে থাকে। এগুলি যথাক্রমে ----


(i) প্রথম পর্যায় : 

হাই জোনাল ইনডেক্স ( High Zonal Index) : 

প্রথম পর্যায়ে জেট বায়ু তার গড় অবস্থানের থেকে কিছুটা উত্তরে অবস্থান করে। পশ্চিমা বায়ু শক্তিশালী হয়। চাপ বলয়গুলি পূর্ব-পশ্চিমে বিস্তৃত হয়। উত্তর-দক্ষিণে বায়ুভর বা বায়ুপুঞ্জের বিনিময় খুবই কম হয় ( there is little north-south air mass exchange)। এটির প্রবাহপথে বক্রতার পরিমাণ খুবই কম। তাই তরঙ্গ ক্ষুদ্র আকৃতির হয়। প্রাথমিক পর্যায়ে জেট বায়ু মেরুপ্রদেশের নিকটবর্তী অঞ্চলে অবস্থান করে। সাধারণভাবে শীতল মেরুদেশীয় বায়ু ও উষ্ণ উপক্রান্তীয় বায়ুর মিলনস্থল অঞ্চলে প্রাথমিকভাবে জেট বায়ুর উৎপত্তি হয়। জেট বায়ুর জীবনচক্রের এই প্রাথমিক পর্যায়কে বলা হয় হাই জোনাল ইনডেক্স

জেট বায়ু ও ইনডেক্স সাইকেল বা সূচক চক্র

(ii) দ্বিতীয় পর্যায় : 

জেট বিস্তৃতি ( Jet Expands) :

 এই পর্যায়ে জেট বায়ু প্রাথমিক অবস্থান থেকে কিছুটা নিরক্ষরেখার দিকে সরে যায়। জেট বায়ু কিছুটা দুর্বল হয়ে পড়ায় বড় বড় তরঙ্গের সৃষ্টি হয়। তরঙ্গের বিস্তৃতি (Amplitude of wave) অনেক বেড়ে যায়। তর শায়িত এই বায়ুর টানে মেরুদেশীয় শীতল বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে এগিয়ে আসে। এই সময়ে বায়ুচাপের ঢাল থাকে উত্তর-দক্ষিণে। তাই জেট বায়ুর বিস্তৃতি ও তরঙ্গের বাঁক নিরক্ষরেখার দিকে কিছুটা বেশি হয়। সেজন্য ঠিক এই পর্যায় থেকেই রসবি তরঙ্গের উৎপত্তির সূচনা হয়। বায়ুর গড় গতিবেগ থাকে ঘণ্টায় 161-241 কিমি।


 (ii) তৃতীয় পর্যায় : 

গতিবেগ বৃদ্ধি (Increases in Velocity) : 

জেট তরঙ্গের বিস্তৃতি আরো বৃদ্ধি পায়। মেরু ও ক্রান্তীয় বায়ুপুঞ্জের উত্তর-দক্ষিণে প্রবাহ আরো শক্তিশালী হয়। তরঙ্গের বাঁকগুলি যেমন স্পষ্ট এবং প্রকট হয়, তেমনি তরঙ্গের উচ্চতাও বৃদ্ধি পায়। তাই ক্রান্তীয় উয় বায়ুপুঞ্জ ও মেরুদেশীয় শীতল বায়ুপুঞ্জের আদান-প্রদান বা বিনিময় আরো বেশি মাত্রায় চলতে থাকে। মেরু অঞ্চলের শীতল বায়ুপুঞ্জ নিরক্ষরেখার দিকে এবং ক্রান্তীয় অঞ্চলের উয় বায়ুপুঞ্জ মেরু অঞ্চলের দিকে কিছুটা সরে যাওয়ার ফলেই তরঙ্গের ব্যাপ্তি এবং বিস্তৃতি বৃদ্ধি পায়। সাথে সাথে জেট বায়ুর গতিবেগও বৃদ্ধি পায়। জেট বায়ুর গতিবেগ থাকে গড়ে ঘণ্টায় 241-322 কিমি।


(iv) চতুর্থ পর্যায় : 

নিম্ন জোনাল ইনডেক্স ( Low Zonal Index) : 

এই পর্যায়ে জেট বায়ুপ্রবাহের তরঙ্গের বিস্তৃতি বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। তাই তরঙ্গের অনেকটা অংশ নিম্ন অক্ষাংশের দিকে চলে আসে। বাঁক অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়ায় জেট বায়ুর মূল প্রবাহ থেকে এগুলি বিচ্ছিন্ন হয়ে যায়।

             জেট বায়ুর কোনপ্রকার বলয়াকার অবস্থান লক্ষ্য করা যায় না। মেরু বায়ুপুঞ্জ বিচ্ছিন্ন হয়ে ক্রান্তীয় অঞ্চলে এবং ক্রান্তীয় বায়ুপুঙ্খ বিচ্ছিন্ন হয়ে উচ্চ অক্ষাংশে অবস্থান করে। তাই জেট বায়ুর নিরবচ্ছিন্ন প্রবাহ না থাকায় কতকগুলি কোশের (cell) সৃষ্টি হয়। উচ্চ অক্ষাংশে উয় তাপ কোশ এবং নিম্ন অক্ষাংশে শীতল তাপ কোশের উৎপত্তি হয়। এভাবে উয় ও নিম্ন অক্ষাংশের মধ্যে তাপ বিনিময় হয়।

        তরঙ্গের এইপ্রকার ভেঙে যাওয়া শুরু হয় সাধারণত পূর্বভাগে। তারপর তা ক্রমশ পশ্চিমদিকে বিস্তৃত হয়। এই ভেঙে যাওয়া প্রতি সপ্তাহে 60° দ্রাঘিমা হারে হয়ে থাকে। অর্থাৎ প্রতি সপ্তাহে 60° দ্রাঘিমা পর্যন্ত তরঙ্গের ভাঙন হয়। এভাবেই জেট বায়ুর সূচক চক্রের (Index cycle)-এর সম্পূর্ণতা আসে। ইনডেক্স সাইকেল-এর এই চূড়ান্ত বা শেষ পর্যায়টি নিম্ন জোনাল ইনডেক্স নামে পরিচিত

jet stream upsc, jet stream definition, jet stream meaning, jet stream in geography, jet stream meaning in bengali, jet stream affect, the climate of india, the jet stream uk, jet stream book, jet stream class 9, jet stream characteristics, jet stream concept ,jet stream define, jet stream definition class 9, jet stream geostrophic wind, jet stream geography notes,

Index Cycle of the Jet Stream




Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর