ভূগোলে সংখ্যাতত্ত্বের ব্যবহার (uses of Statistical Methods in Geography)

 ভূগোলে সংখ্যাতত্ত্বের ব্যবহার (Uses of Statistical Methods in Geography)

ভূগোলে সংখ্যাতত্বের ব্যাবহার গুলি হলো---

1. বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অবিন্যস্ত তথ্যকে প্রক্রিয়াজাত করে শ্রেণীবদ্ধভাবে উপস্থাপন করা হয়।

2. বিভিন্ন তালিকাবদ্ধ তথ্যের রৈখক উপস্থাপন নানা রকম রেখা ও চিত্রের মাধ্যমে করা হয়।

 3. জড় মাধ্যমে, প্রচরক প্রভৃতির মাধ্যমে তথ্যের কেন্দ্রীয় মান নিয়ে আলোচনা করা হয়।

4. বিস্তার পরিমানের (Mean deviation, Standard Deviation, Quartile deviation, Skewness, kurtosis) মাধ্যমে তথ্যের কেন্দ্রীয় মান থেকে বিভিন্ন তথ্যের বিস্তার পরিমাপ করা হয়।

5. সহসম্বন্ধ (Correlation) ও প্রতিগমনের (Regression) মাধ্যমে বিভিন্ন তথ্যের মধ্যের সম্পর্ক ও প্রকৃতি নির্ণয় করা হয়, বিভিন্ন তথ্যের পারস্পরিক নির্ভরশীলতা প্রতিগমনের মাধ্যমে নির্ণয় করা হয়।

6. সময় সারণীর (Time series) মাধ্যমে বিভিন্ন সময় নির্ভর তথ্যের গতিশীলতা ও গতিধারার ওপর প্রভাব বিস্তাকারী বিভিন্ন উপাদান ও তাদের অপসারণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

7. নমুনায়নের (Sampling) মাধ্যমে বেশি সংখ্যার তথ্যগুলিকে কম সংখ্যায় পরিণত করে ব্যাখ্যা করা হয়। 8. সম্ভাবনার (Probabilily) ও প্রকল্প যাচাই (Hypothesis test) এর মাধ্যমে কোন বিষয়ের ঘটা বা না ঘটার বিষয়ে আলোকপাত করা হয়।

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)