#Geography (1st)Semister Short questions

     

  Short Question Answer(1or 2Marks)

    1.  What is Geotectonic?

        =>ইংরেজি Tectonic কথাটি গ্রিক শব্দ Tecton থেকে এসেছে যার অর্থ হলো-ভুগঠন। অর্থাৎ পৃথিবীর ভূমিরূপ গঠনের ক্ষেত্রে যে অভ্যন্তরীণ শক্তি কাজ করে,তাকে জিও-টেকটোনিক বা ভুগঠন বলে।

2. What is Geological Time Scale?

= পৃথিবীর আদিমতম অবস্থা থেকে বর্তমান কাল পর্যন্ত সময়ের দৈঘ্যকে ভূতাত্ত্বিক সময় কাল বা জিওলজিক্যাল time Scale বলে।বৈজ্ঞানিক প্রমান ও পর্যবেক্ষণ অনুসারে আজ থাকে  প্ৰায় ৫০০ কোটি বছর আগে পৃথিবী ভূ-গোলাকার আকার ধারণ করে।ভূতাত্ত্বিক সময় কালকে মহাযুগ বা আদিযুগ ,যুগ এবং উপযুগ এই তিনটি পর্যায়ে ভাগ করে আলোচনা করা হয়।

3. What is Isostasy?

=গ্রিক শব্দ ISOS কথার অর্থ "সমান" এবং STATIA কথার অর্থ স্তিতিবস্থা।অর্থাৎ ঘনত্ব অনুসারে উপরের শিলাস্তরের ভরের ভারসাম্য বজায় রাখতে যে অবস্থাটি মহাদেশ ও মহাসাগরের উচ্চতায় পার্থক্য নিয়ন্ত্রণ করে তাকে  ISOSTASY বা সমস্থিতি বলে।

4. What is level of compensation?

= পৃথিবীর অভ্যান্তরে ভাগে অবস্থিত Asthenosphere একটি নির্দিষ্ট গভীরতযায়  পৃথিবীর বৃহৎ ভুমিরূপগুলি যেমন মালভুমি,সমভূমি,পর্বত প্রভিতি সম চাপ প্রদান করে।যে তল বা গভীরতা বরাবর এই চাপ সমান তাকে "Level OF Compensation বা প্রতিবিধান তল বলে।

5. What is plate?

=পাটসংস্থান তত্ত্ব অনুযায়ী শিলা মন্ডলের শক্ত অংশ অথবা ভু-ত্বকের শক্ত ও কঠিন স্তরিও অংশ কে ভূ-তাত্তবিদ‍্য‍য় প্লেট বা পাট বলা হয়।সমগ্র ভুতক সত্যি বৃহৎ আটটি মাঝারি এবং কুড়িটি র অধিক খুদ্র পাটের সমন্বয় গঠিত ।ভু ত্বকের এই গাঠনিক অংশ গুলিকে দৈঘ‍্য‍্   ও প্রস্থ অপক্ষে পুরুত্ত অনেক কম বলে এদের প্লেট বা পাত বলে।

         

 




         

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর