Posts

Showing posts from 2020

#Geography (1st)Semister Short questions

         Short Question Answer(1or 2Marks)     1.  What is Geotectonic?         =>ইংরেজি Tectonic কথাটি গ্রিক শব্দ Tecton থেকে এসেছে যার অর্থ হলো-ভুগঠন। অর্থাৎ পৃথিবীর ভূমিরূপ গঠনের ক্ষেত্রে যে অভ্যন্তরীণ শক্তি কাজ করে,তাকে জিও-টেকটোনিক বা ভুগঠন বলে। 2. What is Geological Time Scale? = পৃথিবীর আদিমতম অবস্থা থেকে বর্তমান কাল পর্যন্ত সময়ের দৈঘ্যকে ভূতাত্ত্বিক সময় কাল বা জিওলজিক্যাল time Scale বলে।বৈজ্ঞানিক প্রমান ও পর্যবেক্ষণ অনুসারে আজ থাকে  প্ৰায় ৫০০ কোটি বছর আগে পৃথিবী ভূ-গোলাকার আকার ধারণ করে।ভূতাত্ত্বিক সময় কালকে মহাযুগ বা আদিযুগ ,যুগ এবং উপযুগ এই তিনটি পর্যায়ে ভাগ করে আলোচনা করা হয়। 3. What is Isostasy? =গ্রিক শব্দ ISOS কথার অর্থ "সমান" এবং STATIA কথার অর্থ স্তিতিবস্থা।অর্থাৎ ঘনত্ব অনুসারে উপরের শিলাস্তরের ভরের ভারসাম্য বজায় রাখতে যে অবস্থাটি মহাদেশ ও মহাসাগরের উচ্চতায় পার্থক্য নিয়ন্ত্রণ করে তাকে  ISOSTASY বা সমস্থিতি বলে। 4. What is level of compensation? = পৃথিবীর অভ্যান্তরে ভাগে অবস্থিত Asthenosphere একটি নি...